আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইনে রাজনৈতিক দলের বিচার হচ্ছে না। বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আইসিটি আইনের খসড়া অনুমোদনের জন্য উত্থাপন করা হলে এ সংক্রান্ত ধারাটি বাদ দেওয়া হয়েছে।
আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।
তিনি বলেন, যুদ্ধাপরাধ বা গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে বিচারের আওতায় আনার জন্য আইসিটি আইনের সংশোধিত খসড়ায় একটি নতুন ধারা যুক্ত করা হয়েছিল। তবে আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে সেই ধারাটি যুক্ত না করার সিদ্ধান্ত হয়। কোনো রাজনৈতিক দলের বিচার প্রচলিত অন্যান্য আইনে যেমন সন্ত্রাসবিরোধী আইনে করা সম্ভব। সরকার চেয়েছে আইসিটি আইন নিয়ে কোনো বিতর্ক না হোক।
বিস্তারিত আসছে…