মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেছেন, পরাজিত শত্রুরা আওয়ামী লীগ ধ্বংস করতে আগস্ট মাসকে বেছে নিয়েছে। আগস্ট মাস আসলেই স্বাধীনতা বিরোধীরা আওয়ামী লীগের উপর আঘাত হানে। এ মাসে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা, ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা, শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্ট গ্রেনেড এবং ২৫ আগস্ট এ্যাড. মঞ্জুরুল ইমামকে বোমা হামলা করে হত্যা করেছে। ওদের লক্ষ্যই হচ্ছে আওয়ামী লীগ ও স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ধ্বংস করা। তিনি আরো বলেন, কোটা আন্দোলন নয়, অথবা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যূত করা নয়। তাকে হত্যার উদ্দেশ্যেই অত্যন্ত সুপরিকল্পিতভাবে সম্প্রতি দেশব্যাপী ধ্বংসযজ্ঞ চালিয়েছে জঙ্গী জামায়াত-বিএনপি। যাদের দেশপ্রেম নেই, তারা দেশ ও জাতির সম্পদ, জানমাল ধ্বংস করতে দ্বিধাবোধ করে না। তারা কখনই দেশের কথা ভেবে রাজনীতি করেনা বিধায় আজ সারা দেশে জঙ্গী তৎপরতা করে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। সুতরাং আগস্ট মাসে সকল নেতাকর্মীকে সতর্ক থেকে কর্মসূচী পালন করে ষড়যন্ত্রকারীদের হটাতে হবে।
গতকাল রবিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে সদর থানা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। সদর থানা আওয়ামী লীগ ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলামের পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা ুঅধ্যা. আলমগীর কবির, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, কামরুল ইসলাম বাবলু, হাফেজ মো. শামীম, এস এম আকিল উদ্দিন, আব্দুল হাই পলাশ, চৌধুরী মিনহাজ উজ জামান সজল, বাবুল সরদার বাদল, এ এন এম মঈনুল ইসলাম নাসির, এ্যাড. ফারুক হোসেন, মো. আজম খান, আতাউর রহমান শিকদার রাজু, মো. ফায়েজুল ইসলাম টিটো, এ্যাড. শামীম মোশাররফ, মো. সেলিম হোসেন, মো. শিহাব উদ্দিন, অহিদুল ইসলাম পলাশ, এ্যাড. শামীম আহমেদ পলাশ, কাউন্সিলর জিয়াউল আহসান টিটু, এ্যাড. এম এম সাজ্জাদ আলী, এ্যাড. এনামুল হক, আব্দুর রহীম বাবু, আওয়াল হোসেন ছোটন, মো. শরিফুল ইসলাম মুন্না, রোকেয়া রহমান, ফেরদৌস আলম রিতা, রেখা খানম, ফিরোজ আহমেদ, রাজিব আহমেদ কবির, মো. নজরুল ইসলাম প্রমূখ নেতৃবৃন্দ।
সভায় সদর থানা আওয়ামী লীগের উদ্যোগে ১৪ আগস্ট রক্তদান কর্মসূচী, ২০ আগস্ট মানববন্ধন, ২৪ আগস্ট এ্যাড. মঞ্জুরুল ইমামের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা এবং ৩০ আগস্ট শোকসভা, দোয়া ও বই বিতরণ অনুষ্ঠান করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সুজার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৩০নং ওয়ার্ড আ’লীগের স্মরণসভা অনুষ্ঠিত
আওয়ামী লীগ কার্যালয় : ২৮ জুলাই ’২৪ খ্রি.
জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও হুইপ এস এম মোস্তফা রশিদী সুজার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা করেছে ৩০নং ওয়ার্ড আওয়ামী লীগ। গতকাল রবিবার বাদ আছর ৩০নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। ৩০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. ফারুক হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শিহাব উদ্দিনের পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা রফিকুর রহমান রিপন, খালেদীন রশিদী সুকর্ন, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, সফিকুর রহমান পলাশ, মীর বরকত আলী, এম এ খালেক, গাজী মোশাররফ হোসেন, ফারুক হোসেন তুরান, হোসাইন মোহাম্মদ জাহাঙ্গীর, নিজামুল হক ননি, হুমায়ুন কবীর খান, ওহিদুজ্জামান গোলাপ, তৌহিদুর রহমান লিটন, নুর আলম লিটন, জাহাঙ্গীর হোসেন, শাকিল মালিক, ইদ্রিস শেখ, কামরুল ইসলাম, রিয়াজ হুসাইন, আবুল বাশার বাবু, ইমরুল ইসলাম রিপন, লাবু আহমেদ, তরিকুল ইসলাম সুমন, মো. আমিরুল ইসলাম বাবু, আমিনুল ইসলাম শাওন, সাগর হোসেন, রনি শিকদার, সরদার জসিম উদ্দিনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। স্মরণ সভা শেষে মরহুমের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
Leave a comment