‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে আগামীকাল ৩১ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হবে। ঐদিন সকাল নয়টায় নগরীর শহিদ হাদিস পার্ক পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, সাড়ে নয়টায় হাদিস পার্ক থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য র্যালি এবং পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা, সফল মৎস্য চাষি, ব্যক্তি, উদ্যোক্তা এবং প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হবে। এ সকল অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
১ আগস্ট সকাল ১০টায় খুলনা শ্রীম্প টাওয়ার সম্মেলনকক্ষে জেলার ‘মৎস্য সম্পদের স্থায়ীত্বশীল উন্নয়ন এবং সর্বোত্তম ব্যবহার’ শীর্ষক অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। ২ আগস্ট সকাল ১০টায় দিঘলিয়া উপজেলার আড়ংঘাটা চিংড়ি ক্লাস্টারে পুকুর ও জলাশয়ের পানির ভৌত রাসায়নিক গুণাগুণ পরীক্ষা এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।
৩ আগস্ট সকাল ১০টায় বটিয়াঘাটা উপজেলার খলসিবুনিয়ায় পুকুর ও জলাশয়ের পানির ভৌত রাসায়নিক গুণাগুণ পরীক্ষা এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে এবং সকাল ১০টায় খুলনা জেলা মৎস্য ভবনে মৎস্য বিষয়ক রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
৪ আগস্ট সকাল নয়টায় খুলনা বিশ^বিদ্যালয়ের লেকে পোনামাছ অবমুক্তকরণ এবং সকাল ১০টায় খুলনা বিশ^বিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী অডিটোরিয়ামে ‘নিরাপদ প্রাণিজ আমিষের প্রধান উৎস হিসেবে মৎস্য খাতের টেকসই উন্নয়ন নিয়ে তরুণদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
৫ আগস্ট সকাল ১০ টায় খুলনার গল্লামারি মৎস্য বীজ উৎপাদন খামার সম্মেলনকক্ষে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠিত হবে।