কানপুর টেস্টে জিততে মরিয়া ভারত। কারণ টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের ফাইনালে চোখ তাদের। বৃষ্টি বিঘ্নিত কানপুরে জয় পেলে পরের আট টেস্টের তিনটিতে জিতলেই চলবে রোহিতদের। ড্র হলে পরের আট টেস্টের পাঁচটিতে জিততে হবে। ঘরের মাঠে তিন ম্যাচের নিউজিল্যান্ড সিরিজের পর অস্ট্রেলিয়ায় গিয়ে জিততে হবে পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার সিরিজ।
ওই কঠিন চ্যালেঞ্জ এড়াতে কানপুর টেস্টের প্রথম ইনিংসে টি-২০ গতিতে ব্যাটিং করেছে ভারত। মাত্র ৩৪.৪ ওভার ব্যাটিং করে ৯ উইকেটে ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছে তারা। বাংলাদেশ প্রথম ইনিংসের ২৩৩ রান শোধ করে প্রথম ইনিংসে ৫২ রানের লিড নেয় স্বাগতিকরা।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশ শিবিরে এরই মধ্যে দুই ধাক্কা দিয়েছেন রবিশচন্দন অশ্বিন। ১১ ওভারে ২ উইকেট হারিয়ে ২৬ রান তুলেছে বাংলাদেশ। ভারতের চেয়ে পিছিয়ে আছে ২৬ রানে। ওপেনার জাকির হাসান ১৫ বলে ১০ রান করে আউট হয়েছেন। নাইটওয়াচম্যান হাসান মাহমুদ ৪ করে আউট হয়েছেন। ৪০ বল খেলে ৭ রান করা সাদমান শেষ দিন দ্বিতীয় ইনিংস শুরু করবেন। তার সঙ্গী মুমিনুল হক। বাংলাদেশ ব্যাটারদের শেষদিন অন্তত দুই সেশন ব্যাটিংয়ের চ্যালেঞ্জ জিততে হবে।
এর আগে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ও জশস্বী জয়সোয়াল ঝড়ো ব্যাটিং শুরু করেন। রোহিত ১১ বলে তিন ছক্কা ও এক চারে ২৩ রান করেন। জয়সোয়াল খেলেন ৫১ বলে ৭২ রানের দুর্দান্ত ইনিংস। ১২টি চার ও দুটি ছক্কা মারেন তিনি। পরে শুভমন গিল ৩৬ বলে ৩৯ রান ও বিরাট কোহলি ৩৫ বলে ৪৭ রানা করেন। কেএল রাহুল ৪৩ বরে ৬৮ রানের ঝড়ো ইনিংস দেখান। তিনি সাতটি চার ও দুটি ছক্কা হাঁকান।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের মুমিনুল হক ১০৭ রানের হার না মানা ইনিংস খেলেন। শান্ত ৩১ ও সাদমান ২৪ রানের ইনিংস খেলেন। ভারতের হয়ে প্রথম ইনিংসে বুমরাহ নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন সিরাজ, অশ্বিন ও দ্বীপ। বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে সাকিব ও মিরাজ ৪টি করে উইকেট তুলে নেন।