আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন শন উইলিয়ামস। আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করায় তাকে তিরস্কার করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা।
জিম্বাবুয়ের অভিজ্ঞ ক্রিকেটারের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হওয়ার কথা বুধবার বিবৃতি দিয়ে জানিয়েছে আইসিসি।
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ঘটে এই কাণ্ড। জিম্বাবুয়ের ইনিংসের ২৬তম ওভারে সাইম আইয়ুবের বলে উইলিয়ামসকে এলবিডব্লিউ দেন আম্পায়ার। বল ব্যাটে লেগেছে ইশারা করে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
পরে তার বিরুদ্ধে আচরণবিধি ভাঙার অভিযোগ আনা হয়। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে দোষ স্বীকার করে নেন উইলিয়ামস। তাতে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
১৪৬ রানের লক্ষ্যে সাইমের বিধ্বংসী সেঞ্চুরিতে ম্যাচটি ১০ উইকেটে জিতে সিরিজে সমতা ফেরায় পাকিস্তান।
দুই দলের সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে হবে বৃহস্পতিবার।