নিউজিল্যান্ডের পর ফ্রান্সের বিপক্ষে জয়। প্যারিস অলিম্পিকে নারী ফুটবলে দুই জয়ে কানাডার পয়েন্ট হওয়ার কথা ৬। কিন্তু গ্রপ ‘এ’তে দেখানো হচ্ছে দুই ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে টেবিলে সবার নিচে কানাডা! বিষয়টি অবাক হলেও সত্য।
ড্রোন চালিয়ে গুপ্তচরবৃত্তির দায়ে অলিম্পিকে কানাডা নারী ফুটবল দলের ৬ পয়েন্ট কেটে নেয় ফিফা। রোববার রাতে সেঁত এতিয়েনে ফ্রান্সের বিপক্ষে ২-১ গোলে জয়ের পর কাঁদতে দেখা যায় কানাডার নারী ফুটবলারদের।
কাঁদতে কাঁদতে দলটির জয়সূচক গোল করা ভ্যানেসা জাইলস বলেন, ‘আমাদের এমন শাস্তি দেওয়া হয়েছে, যেন ডোপিংয়ে ধরা পড়েছি।’ প্রথম গোলদাতা জেসি ফ্লেমিংয়ের মন্তব্য তো আরও রাগান্বিত, ‘মনে হচ্ছে, গোটা পৃথিবী এখন আমাদের বিপক্ষে।’
গুপ্তচরবৃত্তি কাণ্ডের জন্য কানাডা কোচ বেভ প্রিয়েস্টমানকে এক বছরের জন্য নিষিদ্ধ করে ফিফা। আটক করা হয়েছে দলের অ্যানালিস্টকে। দেশে পাঠিয়ে দেওয়া হয় সহকারী কোচ জাসমিন মান্ডারকে। এত কিছু করার পরও পয়েন্ট কর্তনের বিষয়টি মানতে পারছেন না কানাডার নারী ফুটবলাররা।