আয়ারল্যান্ডের গ্যাবি লেইস ও লিয়াহ পলের ১০৭ রানের জুটি দারুণ পাল্টা দিয়েছেন বাংলাদেশের দুই ওপেনার দিলারা আক্তার ও সোবহানা মুস্তারি। তারা প্রথম ১২ ওভারে ১০৩ রানের জুটি গড়েন। কিন্তু লোয়ারে ভালো ব্যাট করতে না পারায় আইরিশ মেয়েদের কাছে ১২ রানে হেরেছে বাংলাদেশ।
মিরপুরে ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই জয় পায় বাংলাদেশ। সিলেটে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে যেন ভিন্ন এক আইরিশ নারী ক্রিকেট দলের দেখা মিলল। তৃতীয় উইকেটের বড় জুটিতে ৫ উইকেটে ১৬৯ রান করে আইরিশ মেয়েরা।ওপেনার লেইস খেলেন ৪২ বলে ৬০ রানের ইনিংস। তার ব্যাট থেকে সাতটি চার ও দুটি ছক্কা আসে। ৪৫ বলে ৭৯ রান করেন পল। ১০টি চারের শটের সঙ্গে দুটি ছক্কা হাঁকান চারে নামা এই ব্যাটার। জবাবে বাংলাদেশ ৭ উইকেটে ১৫৭ রান করে থেমেছে।
বাংলাদেশ দলের হয়ে ওপেনার দিলারা ৪১ বলে ৪৯ রান করেন। দুটি করে চার ও ছক্কা মারেন তিনি। সোবহানা মোস্তারি ৩৫ বলে খেলেন ৪৬ রানের ইনিংস। তিনটি চার ও দুটি ছক্কা আসে তার ব্যাট থেকে। এছাড়া শারমিন আক্তার ২৩ ও তাজ নেহার ১৯ রান করে আউট হন।
বাংলাদেশ নারী দলের হয়ে জাহানারা আলম ৩৫ ও জান্নাতুল ফেরদৌস ৪০ রান দিয়ে ১টি করে উইকেট নেন। ফারিহা তৃষ্ণা ৪ ওভারে ৩২ রান দিয়ে নেন ১ উইকেট। নাহিদা ৪ ওভারে ২০ রান দিয়ে ১ উইকেট দখল করেন। আয়ারল্যান্ডের অর্লা প্রিন্ডারগাস্ট ২৪ রানে ৩টি ও আরলিনি কেলি ২২ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।