
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এ সিরিজের প্রথম দুই ম্যাচ বড় ব্যবধানে জিতে নেয়া প্রোটিয়ারা গতকাল মাঠে নেমেছিল আইরিশদের হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে। আর দুই দলের এই ম্যাচেই দেখা মিলেছে বিরল এক ঘটনার, দলের প্রয়োজনে জার্সি গায়ে ফিল্ডিং করতে নেমে গিয়েছিলেন প্রোটিয়াদের ব্যাটিং কোচ জেপি ডুমিনি।
দক্ষিণ আফ্রিকার হয়ে ডুমিনির ক্রিকেট ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। জাতীয় দলকে বিদায় জানিয়েছেন ২০১৯ সালে। তবে অবসরের যাওয়ার পাঁচ বছর পর তিনি আবার দেশের জার্সিতে মাঠে নামার সুযোগ পেয়েছেন গতকাল।
ক্রিকেট খেলায় প্রয়োজনের সময়ে দলের কোচ বা সাপোর্ট স্টাফদের ফিল্ডিং করার ঘটনা নতুন কিছু নয়। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেখা মিলেছিল এমন দৃশ্যের। মূল পর্ব শুরুর আগে প্রস্তুতি ম্যাচে নামিবিয়ার বিপক্ষে কোচ-নির্বাচকদের খেলিয়েছিল অস্ট্রেলিয়া। তবে সাপোর্ট স্টাফদের খেলানোর ঘটনা সাধারণত প্রস্তুতি ম্যাচগুলোতেই দেখা যায়।
এবার অবশ্য আন্তর্জাতিক ম্যাচেই দেখা মিলল এমন ঘটনার। দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকজন ক্রিকেটার চোটে ভুগছেন। টনি ডি জর্জি, টেম্বা বাভুমারা আছেন চোটে। এদিকে আবুধাবির তীব্র গরমে ফিল্ডিং করতে গিয়ে বেশ ক্লান্ত হয়ে পড়েছিলেন প্রোটিয়া ক্রিকেটাররা। এ কারণেই ইনিংসের শেষদিকে বদলি হিসেবে ফিল্ডিংয়ে নামেন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ ডুমিনি।
মাঠে নেমে অবশ্য ডুমিনি বুঝিয়ে দিয়েছেন যে অবসরে থাকলেও খেলাটা একেবারে ভুলে যাননি সাবেক এই ক্রিকেটার। শর্ট থার্ডে দুর্দান্ত ফিল্ডিংয়ে রানও বাঁচিয়েছেন তিনি। ডুমিনির সেই ফিল্ডিংয়ের দৃশ্য তাই ভাইরালও হয়েছে সামাজিকমাধ্যমে। তবে ডুমিনির মাঠে নামার দিনে ম্যাচটি জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা, ৬৯ রানে হেরেছে আইরিশদের কাছে।