অভিনেতার সন্তান অভিনয় করবে— বলিউডে এই রীতি একরকম প্রচলিত। কিন্তু ব্যতিক্রম দেখ গেল শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের বেলায়। বাবা ক্যামেরার সামনে দাঁড়িয়ে খ্যাতির শীর্ষে পৌঁছালেও অভিনয়ে মোটেই আগ্রহ নেই আরিয়ানের। তিনি ভালোবাসেন লিখতে। শোনা যাচ্ছে, পেশাগত জীবনের প্রথম কাজ হিসেবে লেখাই বেছে নিয়েছেন।
তবে আরিয়ান কোনো গল্প বা উপন্যাস লিখছেন না। ওয়েব সিরিজের কাহিনি লিখছেন। পাশে রয়েছেন পিতা শাহরুখ। ছেলের প্রথম ওয়েব সিরিজ প্রযোজনার দায়িত্বে তার প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।
আরিয়ানের লেখার সঙ্গে অন্যান্য কাজও চলছে জোরেশোরে। শুরু হয়ে গেছে অডিশন পর্ব। এরইমধ্যে অনেকে বলিউড বাদশাহর ছেলের লেখা গল্পের চরিত্র হতে দিয়ে গেছেন অডিশন।
আরিয়ান প্রথম আলোচনায় আসেন গেল বছর মাদককাণ্ডে ভারতীয় পুলিশের হাতে গ্রেফতার হয়ে। গত বছর ২ অক্টোবর তিনি গোয়াগামী একটি বিলাসবহুল প্রমোদতরীতে অবস্থান করছিলেন। সেখান থেকে আরিয়ান ছাড়াও আরও সাতজনকে আটক করেছিল ভারতীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থা।
আরিয়ানের গ্রেফতারের খবর চাউর হতেই চারদিকে শোরগোল পড়ে যায়। অনুরাগীরা সমবেদনা জানালেও নিন্দুকদের কাঠগড়ায় ঠিকই দাঁড়াতে হয়েছিল বলিউড বাদশাহকে। ঘটনার পর শাহরুখের গোটা পরিবার মুষড়ে পড়েছিল। পুত্রকে কারাগারের অন্তরালে রেখে সেসময় নিজের জন্মদিনও পালন করেননি গৌরী খান।
