বলিউডের জনপ্রিয় সিনেমা সিরিজ ‘কমান্ডো’। এ সিরিজের আট বছর পূর্তি হলো এ বছর। এ উপলক্ষে দারুন সুখবর দিল জনপ্রিয় এ ফ্র্যাঞ্চাইজিটির প্রযোজক ভিপুল শাহ।
সিনেমাপ্রেমীদের আগেভাগেই জানিয়ে দিলেন খুব শিগগিরই আসতে চলেছে ‘কমান্ডো ফোর’।
সম্প্রতি ফিল্মফেয়ার তাদের প্রতিবেদনে প্রকাশ করেছে, সিনেমাটির এক সূত্র নতুন কিস্তির নায়ক কিংবা গল্পের আভাস এখনো দেয়নি৷ তবে নিশ্চিত করেছে ‘কমান্ডো ফোর’ আসছে। প্রযোজক এ ব্যাপারে পরিকল্পনা করে অনেকদূর এগিয়েছেনও।
সেইসঙ্গে প্রথম কিস্তির মত পরবর্তী দুই কিস্তিতে সেভাবে সাড়া না দেওয়ায় এবারের চতুর্থ কিস্তি নিয়ে বেশ চিন্তিত রয়েছেন সিনেমাটির সংশ্লিষ্ট সকলেই। বেশ কিছু ধামাকার চেষ্টা করা হচ্ছে।
এবারের সিনেমাতেও ‘কমান্ডো’ চরিত্রে অভিনয় করবেন আগের তিনটি কিস্তিতে অভিনয় করা ভিদ্যুৎ জামওয়াল।
নায়িকা ও অন্যান্য কলাকুশলী ঠিক করে চলতি বছরেই শুরু হবে সিনেমাটির শুটিং। সামনের বছরের শেষভাগে সিনেমাটি মুক্তি দেওয়ার কথা চিন্তা করছেন প্রযোজক ভিপুল শাহ।
প্রসঙ্গত, কমান্ডো তার প্রথম কিস্তি মুক্তি দেয় ২০১৩ সালে। দুর্দান্ত সেই সিনেমা পুরো ভারতজুড়েই বেশ আলোড়ন সৃষ্টি করে। কিন্তু পরবর্তী দুই কিস্তিতে সিনেমাটি তেমন সাড়া ফেলেতে পারেনি।