By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Protidin Shebok NewsportalProtidin Shebok Newsportal
Notification Show More
Aa
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খুলনা বিভাগ
  • খেলাধুলা
  • অর্থনীতি
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • আদালত
    • চাকরি-বাকরি
    • টেক নিউজ
    • সম্পাদকীয়
    • বিচিত্র
    • ফিচার
Reading: ইউএফও নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করছে মার্কিন সরকার
Aa
Protidin Shebok NewsportalProtidin Shebok Newsportal
Search
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খুলনা বিভাগ
  • খেলাধুলা
  • অর্থনীতি
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • আদালত
    • চাকরি-বাকরি
    • টেক নিউজ
    • সম্পাদকীয়
    • বিচিত্র
    • ফিচার
Follow US
Protidin Shebok Newsportal > Blog > আন্তর্জাতিক > ইউএফও নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করছে মার্কিন সরকার
আন্তর্জাতিক

ইউএফও নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করছে মার্কিন সরকার

Last updated: ২০২১/০৬/২৫ at ৬:২৬ অপরাহ্ণ
administer22 Published জুন ২৫, ২০২১
Share
SHARE

‘আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্টস’ বা অজানা উড়ন্ত বস্তুকে সংক্ষেপে বলা হয় ইউএফও। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় আকাশে উড়তে দেখা গেছে এসব বস্তুকে।

বিচিত্র আকারের নভোযানের মত দেখতে এই যানগুলো অত্যন্ত দ্রুত গতিতে উড়ে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। বৈমানিক থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত বহু জন এই রহস্যময় উড়ন্ত যান দেখার কথা বলেছেন, কিন্তু অনেকেই তাদের বর্ণনা বিশ্বাস করেন না।

এগুলো নিয়ে সিনেমা, টিভি ধারাবাহিক হয়েছে, কিন্তু এর রহস্যভেদ আজও হয়নি। অনেকে ধারণা, এগুলো গোপন কোন সামরিক বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন, আবার কেউ বলেন এগুলো ভিনগ্রহ থেকে আসা বুদ্ধিমান প্রাণীদের নভোযান। তবে আসলে এগুলো যে ঠিক কী বা এগুলো আসলেই দেখা গেছে কিনা – তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

জুন মাস শেষ হওয়ার আগেই ইউএফও নিয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে মার্কিন সরকার। এ প্রতিবেদনটি এতদিন ক্লাসিফায়েড অর্থাৎ অতি গোপনীয় অবস্থায় ছিল। কিন্তু মার্কিন সামরিক বাহিনীর ভেতর থেকেই আকাশে ইউএফও দেখতে পাওয়ার এত অসংখ্য প্রমাণ এসেছে যে মার্কিন কংগ্রেস এই প্রতিবেদনটি চেয়ে পাঠিয়েছে।

অনেকে বলছেন, ইউএফওগুলো যে অন্য কোন গ্রহ থেকে এসেছে এমন মতবাদের পক্ষে নিশ্চিত প্রমাণ খুবই কম। তাই প্রতিবেদনটি প্রকাশ করলেও মানুষের ধারণায় কতটা পরিবর্তন আসবে – তা দেখার বিষয়।

সামরিক নেতা সতর্ক করে দিয়েছেন যে, এসব ইউএফওর যে প্রযুক্তি তা যদি অন্য কোন গ্রহের প্রাণীদের না-ও হয়, তা যুক্তরাষ্ট্রের বৈরি কোন দেশ – যেমন রাশিয়া বা চীনেরও হতে পারে।

প্রতিবেদনটি সম্পর্কে যা জানা গেছে

গত বছরের আগস্টে মার্কিন প্রতিরক্ষা দফতর বা পেন্টাগন একটি টাস্কফোর্স গঠন করে। এই টাস্কফোর্সের উদ্দেশ্য ছিল অজানা উড়ন্ত বস্তু দেখতে পাওবার বিবরণগুলো পরীক্ষা করে দেখা। এর নাম ছিল ‘আনআইডেন্টিফায়েড এরিয়াল ফেনোমেনা টাস্ক ফোর্স’। এর দায়িত্ব ছিল এসব ঘটনা ‘চিহ্নিত করা, বিশ্লেষণ ও তালিকাভুক্ত করা। তা ছাড়া ইউএফও’র প্রকৃতি এবং উৎস সম্পর্কে জ্ঞান আহরণ করা।

প্রতিবেদনটিতে গত দুই দশকের ১২০টি ইউএফও সংক্রান্ত ঘটনাকে বিশ্লেষণ করা হয়। এর মধ্যে ছিল তিনটি ভিডিও যা গত বছর পেন্টাগন ডি-ক্লাসিফাই করে অর্থাৎ আগে গোপন রাখা হয়েছিল এমন অবস্থা থেকে জনসমক্ষে প্রকাশ করে। এই রিপোর্টের একটি গোপন সংস্করণ জুন মাসের প্রথম দিকে মার্কিন আইনপ্রণেতাদের হাতে দেয়া হয়।

মার্কিন সংবাদমাধ্যমকে কিছু নামপ্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা বলেছেন – রিপোর্টে বলা হয়েছে যে ‘ভিনগ্রহের মানুষের কর্মকাণ্ডের কোন প্রমাণ পাওয়া যায়নি, তবে এমন সম্ভাবনা বাতিল করেও দেয়া হয়নি।’

এ ছাড়াও আরেকটি উল্লেখযোগ্য ব্যাপার হলো, এতে বলা হয়েছে যে ‘ইউএফওগুলো কোন গোপন মার্কিন সামরিক প্রযুক্তি নয়’।

কিন্তু তাহলে এই ‘অজানা উড়ন্ত বস্তুগুলো’ ঠিক কী – তা নিয়েও কোন সুনিদিষ্ট কোন সিদ্ধান্তে পৌছাতে পারেনি ওই প্রতিবেদনটি।

ইউএফও বিষয়ে পেন্টাগনের অনুসন্ধান

এই কথিত ভিনগ্রহের প্রাণীদের নভোযানে চড়ে পৃথিবীতে আসার তত্ত্ব নিয়ে দীর্ঘ দিন ধরে নানা যুক্তি দিয়ে আসছেন একদল লোক – যাদের বলা হয় ইউএফওলজিস্ট।

এরা বলেন, এই ইউএফওর অস্তিত্বের অনেক প্রমাণ আছে, কিন্তু সরকার এগুলো দীর্ঘদিন ধরে ধামাচাপা দিয়ে রেখেছে।

এ কারণে সরকারের ওপর চাপ বাড়ছিল যেন তারা কথিত ভিনগ্রহের প্রাণীদের সম্পর্কে যা জানে তা প্রকাশ করে।

আকাশপথে আসা সম্ভাব্য হুমকি চিহ্নিত করার লক্ষ্যে মার্কিন সামরিক বাহিনীর একটি কর্মসূচি আছে – যার সম্পর্কে লোকে খুব বেশি জানে না। এর নাম এ্যাডভান্সড এ্যারোস্পেস থ্রেট আইডেন্টিফিকেশন প্রোগ্রাম। এরই আওতায় পেন্টাগন ২০০৭ সাল থেকেই ইউএফও সম্পর্কে উপাত্ত সংগ্রহ করে আসছে।

যেসব ‘প্রমাণ’ পাওয়া গেছে

বেশ কিছু মার্কিন সামরিক ও গোয়েন্দা কর্মকর্তা ইউএফও দেখার ঘটনার বিবরণ দিয়েছেন। এর মধ্যে অধিকতর বিশ্বাসযোগ্য বর্ণনাগুলো এসেছে পাইলটদের কাছ থেকে। সামরিক অস্ত্র ও প্রশিক্ষণ কেন্দ্রের কাছাকাছি ইউএফও উড়ছে – এ দৃশ্য তারা ককপিট থেকেই দেখতে পেয়েছেন।

মার্চে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা পরিচালক জন র‍্যাটক্লিফ ফক্স নিউজকে বলেছিলেন, খবরে যতটুকু প্রকাশ করা হয় তার চেয়ে অনেক বেশি সংখ্যক ইউএফও দেখা গেছে।

তিনি বলেন, ‘আমরা এমন সব বস্তুর কথা বলছি, যা নৌবাহিনী বা বিমানবাহিনীর পাইলটরা দেখেছে, অথবা যা উপগ্রহ চিত্রে ধরা পড়েছে। এগুলো এমন কাজ করে যা ব্যাখ্যা করা কঠিন।’

তিনি আরও বলেন, ‘এগুলো এমনভাবে চলাচল করে যা (উড়ন্ত বস্তুর পক্ষে) খুবই কঠিন, যেভাবে চলার মত প্রযুক্তি আমাদের নেই। এরা শব্দের চেয়ে দ্রুত গতিতে চলছে কিন্তু ‘সনিক বুমে’র মত কোন শব্দ হচ্ছে না।’

গত মাসে সিবিএস নিউজের সিক্সটি মিনিটস অনুষ্ঠানে সাবেক দুজন নৌবাহিনীর পাইলট বর্ণনা করেন প্রশান্ত মহাসাগরের আকাশে একটি ইউএফও দেখার কথা।

একজন পাইলট বর্ণনা করেন, জিনিসটা দেখতে ছিল মিন্ট বা টিক-ট্যাকের মত সাদা রঙের ছোট একটা বস্তু।

সাবেক নেভি পাইলট এ্যালেক্স ডিয়েট্রিখ বিবিসিকে বলেন, ‘জিনিসটা ঠিক টিক-ট্যাকের মতই দেখতে, কিন্তু এটা অত্যন্ত দ্রুতগতিতে কিন্তু পাগলের মত এদিক-সেদিক ছুটোছুটি করছিল।’

তিনি বলেন, ‘আমরা বুঝতে পারছিলাম না এটা কোনদিকে যাবে, কী করবে, অথবা কী পদ্ধতি কাজে লাগিয়ে জিনিসটা এমনভাবে উড়তে পারছে।’

ডিয়েট্রিখ আরও বলেন, ‘এর কোন ধোঁয়া ছিল না বা একে পরিচালনার জন্য কোন ইঞ্জিনও দেখা যাচ্ছিল না। এটা যেভাবে বাঁক নিচ্ছিল, সেভাবে চলতে হলে যে ফ্লাইট কন্ট্রোল দরকার, সেরকম কিছুও ছিল না।’

ভিনগ্রহের সঙ্গে চুক্তি?

গত ডিসেম্বর মাসে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন মহাকাশ দফতরের সাবেক প্রধান হাইম এশেদ স্থানীয় একটি সংবাদপত্রকে সাক্ষাৎকার দিয়েছিলেন।

তিনি বলেছিলেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ‘ভিনগ্রহের সাথে সম্পাদিত একটি চুক্তির অস্তিত্ব’ প্রকাশ করার কাছাকাছি চলে এসেছিলেন, কিন্তু মানুষের মধ্যে এ নিয়ে বেশি হৈচৈ পড়ে যাবে – এই ভয়ে শেষ পর্যন্ত পিছিয়ে আসেন।

তিনি বলেন, ‘মার্কিন সরকার এবং ভিনগ্রহের প্রাণীদের মধ্যে একটি চুক্তি হয়েছে। তারা এখানে পরীক্ষা-নিরীক্ষা চালানোর জন্য একটি চুক্তি সই করেছে।’

মার্কিন রাজনীতিতে ইউএফও নিয়ে কৌতুহল

ইউএফও’র পেছনে আসল সত্যটা কী – তা নিয়ে কথা বলেছেন শীর্ষ মার্কিন কর্মকর্তা, এমনকি প্রেসিডেন্টরাও।

হিলারি ক্লিনটনের প্রচারাভিযানের ম্যানেজার জন পোডেস্ট ২০১৬ সালে নির্বাচনের আগে অঙ্গীকার করেছিলেন যে, হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট হলে তিনি ভিনগ্রহের মানুষ সম্পর্কে গোপন সরকারি প্রতিবেদনগুলো প্রকাশ করবেন।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর এক সাক্ষাৎকারে বলেছিলেন, এলিয়েন বা ভিনগ্রহের প্রাণীদের ব্যাপারে তিনি যা জানেন – তা তিনি তার পরিবারের কাছেও প্রকাশ করবেন না।

তিনি বলেছিলেন, ‘আমি যা জানি তা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো না, তবে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং।’

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা মে মাসে এক টিভি অনুষ্ঠানে বলেন, ‘আমি দায়িত্ব গ্রহণের পর জিজ্ঞাসা করেছিলাম, এমন কোন ল্যাবরেটরি কি আছে যেখানে আমরা ভিনগ্রহের প্রাণী ও তাদের স্পেসশিপের নমুনা রেখেছি? তারা কিছু খোঁজখবর নিলো, তার পর জানালো, ‘না’।’

তবে ওবামা বলেন, ‘যেটা সত্যি তা হলো, আমি সিরিয়াস ভাবেই বলছি যে আকাশে উড়ন্ত কিছু বস্তুর ভিডিও ফুটেজ আছে কিন্তু সেগুলো কী – তা আমরা জানি না।’

Related

You Might Also Like

কানাডার দাবানলের ধোঁয়া নিউইয়র্কে, ধূসর স্ট্যাচু অব লিবার্টি

ট্রাম্পের সঙ্গে ভোটের লড়াইয়ে মাঠে নামছেন মাইক পেন্স

৭৫৫ বছরের পুরোনো ঐতিহাসিক মসজিদ খুলে দিলো মিশর

বেইজিংয়ে মার্কিন ও চীনা কর্মকর্তাদের ‘খোলামেলা’ আলোচনা

উড়িয়ে দেওয়া হলো খেরসনের বাঁধ, জরুরি বৈঠকে জেলেনস্কি

administer22 জুন ২৫, ২০২১ জুন ২৫, ২০২১
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ
আন্তর্জাতিক

কানাডার দাবানলের ধোঁয়া নিউইয়র্কে, ধূসর স্ট্যাচু অব লিবার্টি

সিনিয়র এডিটর জুন ৭, ২০২৩
বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জু কর্মকারের স্ত্রী শ্রেয়সী কর্মকার মৌ এর মৃত্যু, বিভিন্ন মহলের শোক প্রকাশ
শরণখোলায় গাছসহ গাজা চাষী গ্রেফতার
শুক্রবার রেকর্ড ভাঙতে পারে তাপমাত্রা!
কোরবানির জন্য প্রস্তুত সোয়া এক কোটি পশু
- Advertisement -
Ad imageAd image
প্রকাশক- আলি আবরার
সম্পাদক- মারুফ হোসেন
সহযোগী সম্পাদক-জুলকার নাইন

নিউজরুম -১/১ পারভীন প্লাজা, নিরালা, খুলনা

যোগাযোগ- ০১৩১৫০৯৯২৯২,  protidinshebok@gmail.com

তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত 

Protidin Shebok NewsportalProtidin Shebok Newsportal

A Concern of Proxima-Infotech

Welcome Back!

Sign in to your account

Lost your password?