রাশিয়ার রাজধানী মস্কোসহ দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়াতে এটি ইউক্রেনের সবচেয়ে বড় হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।
এমন পরিস্থিতিতে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, কুরস্ক অঞ্চলে ইউক্রেনের অনুপ্রবেশের অর্থ হচ্ছে ইউক্রেন সম্পূর্ণভাবে পরাজিত না হওয়া পর্যন্ত মস্কো ও কিয়েভের মধ্যে কোনো আলোচনা হবে না। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে এমন বার্তা দিয়েছেন তিনি। খবর আল জাজিরার।
রাশিয়ার কুরস্ক প্রদেশ থেকে রাশিয়া-ইউক্রেন সীমান্তের দূরত্ব মাত্র ১০ কিলোমিটার। গত ৬ আগস্ট সীমান্ত পেরিয়ে কুরস্কে প্রবেশ করে ইউক্রেনীয় সেনাদের কয়েকটি দল। বর্তমানে প্রদেশের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছে তারা।
রাশিয়াতে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলা, কুরস্কে গুলিতে নিহত ১৭রাশিয়াতে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলা, কুরস্কে গুলিতে নিহত ১৭
কুরস্কের প্রাদেশিক সরকারের বরাত দিয়ে এক প্রতিবেদনে রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, কুরস্ক প্রদেশে অনুপ্রবেশকারী ইউক্রেনীয় সেনাদের হাতে এ পর্যন্ত ১৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৪০ জন।