রাশিয়ার আগ্রাসনের মধ্যে ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রির বিষয়টি অস্বীকার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ। ইহুদিদের আলট্রা-অর্থোডক্স কোল চাই রেডিওর সঙ্গে একটি সাক্ষাত্কারে গ্যান্টজ বলেছেন, আমরা ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রি করছি না।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘ইসরায়েল এর আগে (অতীতে) ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রি করেনি।’
সোমবার দেশটির প্রবাসী বিষয়ক মন্ত্রী নাচমান শাই ইসরায়েলি সরকারকে রাশিয়ায় ইরানি ক্ষেপণাস্ত্র পাঠানোর প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ইউক্রেনে অস্ত্র পাঠানোর আহ্বান জানিয়েছেন।
শাইয়ের বক্তব্যের বিষয়ে মন্তব্য করে গ্যান্টজ বলেছেন, ‘তিনি ভুল করেছেন, আমি প্রতিরক্ষামন্ত্রী যিনি ইসরায়েলি অস্ত্র রফতানির বিষয়টি দেখভাল করি।’
ইসরায়েলের প্রবাসী বিষয়ক মন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ইউক্রেনে অস্ত্র সরবরাহের বিরুদ্ধে ইসরায়েলি কর্তৃপক্ষকে সতর্ক করেছিলেন।
তিনি বলেন, ‘ইসরায়েল ইউক্রেন সরকারকে অস্ত্র সরবরাহ করতে যাচ্ছে বলে মনে হচ্ছে। এটা খুবই বেপরোয়া পদক্ষেপ। ইউক্রেনকে সামরিক সরঞ্জাম সরবরাহ করা হলে ইসরায়েলের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ধ্বংস হবে। এটা দু’দেশের মধ্যে সমস্ত আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ককে ধ্বংস করবে।’
সূত্র : আনাদোলু এজেন্সি
