যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার (৩ জানুয়ারি) কিয়েভে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দফতরের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
জেলেনস্কির দফতরের বিবৃতিতে জানানো হয়েছে, আর্থিক ও সামরিক সহায়তা নিয়ে আলোচনার জন্য ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠকে বসছে ইউক্রেন। মঙ্গলবার কিয়েভে উভয় পক্ষে মধ্যে একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে বছরের প্রথম ফোন কলে উচ্চ পর্যায়ের এই বৈঠকের বিস্তারিত আলোচনা করেছেন জেলেনস্কি। কথা বলেছেন বৈঠক থেকে কিয়েভের প্রত্যাশা নিয়েও।
ইউরোপীয় দেশগুলোর নেতারা ইতোমধ্যেই ইউক্রেনে যথোপযুক্ত সমরাস্ত্র সরবরাহের কথা বলেছেন। একইসঙ্গে দেশটির জন্য ১৮ বিলিয়ন ইউরোর নতুন একটি আর্থিক সহায়তা কর্মসূচির কথাও বলেছেন তারা। কিয়েভের প্রত্যাশা, এই সহায়তা কর্মসূচির প্রথম কিস্তি যেন এ মাসেই পাঠানো হয়।
পিএসএন/এমঅাই