ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করা নিহত ৭২ হাজার ৮৯৯ জন রুশ সেনার পরিচয় নিশ্চত হওয়া গেছে। বিবিসি রাশিয়া ও স্বাধীন ওয়েবসাইট মিডিয়াজোনা নিহত ওই সেনাদের নাম সংগ্রহ করেছে। সেপ্টেম্বরের শেষের দিকে সর্বশেষ হতাহতের তালিকায় মিডিয়াজোনা ১ হাজার ৮৪২ রাশিয়ান সেনার নাম যুক্ত করা হয়েছে।
আঞ্চলিক মিডিয়া রিপোর্ট এবং স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, নিহত সেনার প্রকৃত সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি বলে ধারণা করা হচ্ছে। কেননা, কিছু পরিবার তাদের নিহত স্বজনের বিষয়ে বিস্তারিত তথ্য শেয়ার করেনি। এই ব্যক্তিদের, যাদের বিষয়ে তথ্য যাচাই করা যায়নি, তাদের নাম নিহত সেনাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।
সাংবাদিকের মতে, স্বেচ্ছাসেবক নিয়োগের গড় বয়স বৃদ্ধি পাওয়ায় ২০২৪ সালে হামলায় নিহত রুশ সেনারা বয়স্ক হতে পারে। ইউক্রেন যুদ্ধে স্বেচ্ছাসেবক নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা ৪৮ থেকে ৫০ বছর করা হয়েছিল।
এদিকে ইউক্রেনের আরও একটি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। রোববার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের সেনাবাহিনী পূর্ব ইউক্রেনের মাইখাইলিভকা গ্রামটি দখলে নিয়েছে। খবর কিয়েভ ইনডিপেনডেন্টের।