ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এক টেলিভিশন ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দোনবাস তথা ডোনেটস্ক ও লুহানস্কে সেনা অভিযানের ঘোষণা দেন।
এরপরই দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। বিবিসি জানায়, ইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ থেকে ছয়টি স্থানে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে।
জেনে নিন, এখন পর্যন্ত এই যুদ্ধের আগে-পরের সর্বশেষ ১০ তথ্য-
১. রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পর ইউক্রেনে ‘সামরিক অভিযান’ শুরু করেছে রুশ বাহিনী।
২. রাশিয়া পুরোদমে যুদ্ধ শুরু করেছে, দাবি ইউক্রেনের।
৩. ইউক্রেনের সামরিক স্থাপনায় রুশের ক্ষেপণাস্ত্র হামলা।
৪. রুশ হামলায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়েছে।
৫. ইউক্রেনে সামরিক শাসন জারির আহ্বান দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
৬. ইউক্রেনে এক মাসের জরুরি অবস্থা জারি।
৭. রুশ সেনাদের অভিযান থামানোর আহ্বান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের।
৮. রাশিয়ার অভিযানে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের।
৯. ইউক্রেন সংকট নিয়ে নিউইয়র্কে জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
১০. বিশ্বনেতাদের প্রতি রাশিয়ার ওপর কঠোর বিধি নিষেধ আরোপের আহ্বান ইউক্রেনের।
পূর্ব ইউক্রেন সীমান্তে রাশিয়ার লাখো সেনা মোতায়েন নিয়ে উত্তেজনা চলছিল বেশ কিছুদিন ধরে। গত সোমবার পূর্ব ইউক্রেনকে স্বাধীন ঘোষণার পর রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে পশ্চিমা দেশগুলো।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান ছাড়াও ইউরোপের ২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। রাশিয়ার গুরুত্বপূর্ণ গ্যাস পাইপ লাইন নর্ড স্ট্রিম টুতেও কঠোর নিষেধাজ্ঞার কথা জানিয়েছে ইউরোপ। আপাতত প্রকল্প স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
রাশিয়ার আগ্রাসী ভূমিকার ওপর পরবর্তী কঠোর পদক্ষেপ নির্ভর করছে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় আসছেন রাশিয়ার ৩৫১ আইনপ্রণেতা। ইইউর ব্যাংকগুলোতে থাকা রাশিয়ার তহবিল আটকে দেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম।
পিএসএন/এমঅাই