রঞ্জি ট্রফিতে অসাধারণ এক কীর্তি গড়েছেন আনশুল কাম্বোজ। হরিয়ানার এই পেসার টুর্নামেন্টটির ইতিহাসে মাত্র তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার বিরল কীর্তি গড়েছেন। আজ তৃতীয় দিনের খেলা শুরুর আগে ইতিহাস হাতছানি দিচ্ছিল আনশুলকে। গত দুই দিনে কেরালার ৮ জন ব্যাটারকে আউট করেছিলেন তিনি। আজ তুলে নেন বাকি দুই উইকেটও। আর তাতেই রেকর্ড বইয়ে নাম লেখালেন ২৩ বছর বয়সী এই পেসার।
আনশুলের অবিশ্বাস্য বোলিং ফিগার দাঁড়ায় ৩০.১ ওভারে ৯ মেডেনসহ ৪৯ রানে ১০ উইকেট। এটি হরিয়ানার জার্সিতে প্রথম শ্রেণির ক্রিকেটে সেরা বোলিং ফিগার। এর আগে ২০০৮-০৫ মৌসুমে বিদর্ভের বিপক্ষে ২৪ রানে ৮ উইকেট নিয়েছিলেন ২০০৭ সালে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য জগিন্দর শর্মা।
আনশুলের আগে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন বাংলার বাঁহাতি পেসার প্রেমাংশু চ্যাটার্জি (১৯৫৫-৫৬ মৌসুম) এবং রাজস্থানের পেসার প্রদীপ সুন্দরম (১৯৮৫-৮৬ মৌসুম)। প্রথম শ্রেণির ক্রিকেটে সবমিলিয়ে ভারতের ছয় জন বোলার ইনিংসে ৬ উইকেট পেয়েছেন। বাকি ৩ জন হচ্ছেন- অনিল কুম্বলে, সুভাষ গুপ্তে এবং দেবাশিষ মোহান্তি।
আন্তর্জাতিক ক্রিকেটে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার প্রথম কীর্তিটি ইংল্যান্ডের সাবেক লেগ স্পিনার জিম লেকারের। ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৬ রানে ১০ উইকেট নেন তিনি। এরপর ১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় বোলার হিসেবে এই কীর্তিতে নাম লেখান কুম্বলে। আর ২০২১ সালের ডিসেম্বরে ভারতের মাটিতে কীর্তিটির পুনরাবৃত্তি করেন নিউজিল্যান্ডের স্পিনার এজাজ প্যাটেল।