পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবির বিচার বিভাগীয় রিমান্ড বাড়িয়েছেন আদালত। একটি নতুন তোশাখানা রেফারেন্সের পরিপ্রেক্ষিতে সোমবার রাওয়ালপিন্ডির একটি জবাবদিহি আদালত এই সিদ্ধান্ত জানিয়েছেন।
জবাবদিহি আদালতের বিচারক জাভেদ রানা সৌদি যুবরাজের উপহার দেওয়া একটি গহনা সেট সম্পর্কিত নতুন তোশাখানা রেফারেন্সের শুনানি পরিচালনা করেন। শুনানিতে খান দম্পতির আইনজীবী এবং জাতীয় জবাবদিহি ব্যুরোর (এনএবি) প্রসিকিউটর উপস্থিত ছিলেন।
২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত ইমরান যখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তখন সৌদি ক্রাউন প্রিন্স সাবেক ফার্স্ট লেডি বুশরাকে একটি গহনা সেট উপহার দিয়েছিলেন, যা পরবর্তী সময়ে তোশাখানায় জমা দেননি এ দম্পতি। যা নিয়েই এই মামলা। সে-সম্পর্কিত আরও তথ্যের জন্যই রিমান্ড দেওয়া হয়েছে তাদের। শুনানির শুরুতে আসামিপক্ষের আইনজীবী সালমান সফদার যুক্তি দেন, নতুন রেফারেন্সটি আগেরটির মতো, তাই একই অভিযোগে দুটি পৃথক রেফারেন্স দায়ের করা যাবে না।
এ বিষয়ে প্রসিকিউটর বলেন, উভয় রেফারেন্সের বিবরণ মিলে গেলেই আসামিপক্ষের আইনজীবীর দাবি প্রমাণ করা যাবে। এ ব্যাপারে প্রসিকিউটর পুরোনো তোশাখানা রেফারেন্সের বিচার বিভাগীয় রেকর্ড তলব করার জন্য আদালতকে অনুরোধ করেছিলেন, তবে আদালত আবেদনটি খারিজ করে দেন। পরে বিচারক সাবেক প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রীর বিচার বিভাগীয় রিমান্ড ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে দেন, যা ৬ সেপ্টেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করা হয়েছে। খবর ডনের।