ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট পদের মনোনয়ন গ্রহণের পর কমলা হ্যারিস বলেছেন, আমি সর্বদা ইসরাইলের আত্মরক্ষার অধিকারের পক্ষে দাঁড়াব। একইসঙ্গে তিনি বলেন, গাজার দুর্ভোগের মাত্রা হৃদয়বিদারক, ফিলিস্তিনিদের আত্মস্বীকৃতির পক্ষেও আমি কাজ করব।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ আগস্ট) শিকাগোতে চলমান ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে তিনি তার মনোনয়ন গ্রহণ করেন।মনোনয়ন গ্রহণের সময় এক ভাষণে কমলা বলেন, দল, জাতি, লিঙ্গ নির্বিশেষে প্রত্যেক আমেরিকানের পক্ষ থেকে, আমার মায়ের পক্ষ থেকে এবং আমেরিকার সাহসী অভিযাত্রীদের পক্ষ থেকে, আমার শৈশব-কৈশোরের কঠোর পরিশ্রমী সঙ্গীদের পক্ষ থেকে, যারা স্বপ্নকে তাড়া করে এবং একে অপরকে সাহায্য করে, যাদের গল্প শুধুমাত্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতিতে লেখা হতে পারে, তাদের পক্ষে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে মনোনয়ন গ্রহণ করছি।
কমলা হ্যারিস এ বক্তব্য দেওয়ার পর সম্মেলন কক্ষ করতালিতে ফেটে পড়ে।কমলা গর্ভপাতের অধিকার রক্ষায় কাজ করার প্রতিজ্ঞা করেছেন। বিষয়টি সাম্প্রতিক নির্বাচনে ডেমোক্র্যাট ভোটারদের অনুপ্রাণিত করেছে।এদিকে রিপাবলিকান মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প হ্যারিসের বক্তৃতার সমালোচনা করে ‘ট্রুথ সোশ্যালে’ লিখেছেন- ‘তিনি যেসব বিষয়ে অভিযোগ করছেন, সেসব বিষয়ে তিনি কেন এতদিন কিছুই করেননি?’