ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার এ সংক্রান্ত সিদ্ধান্ত জানায় দেশটির প্রশাসন। খবর সিএনএনের।
মার্কিন উৎপাদনকারীদের জন্য সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ নীতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ট্রাম্প প্রসাশন। তবে এ সিদ্ধান্তের ফলে আমেরিকানদের জন্য বিস্তৃত পরিসরে ভোক্তা ও শিল্পজাত পণ্যের দাম বৃদ্ধির শঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।