মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গিবাদের বিরুদ্ধে খুলনা প্রশাসনের শীর্ষ স্থানীয় কর্মকর্তাদের সাথে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও নির্বাচিত প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় কেএমপি কমিশনার
আজ ১৪ জুন ২০২৪ খ্রিঃ, ০১ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার সন্ধ্যা ০৭.৩০ ঘটিকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গিবাদের বিরুদ্ধে খুলনা প্রশাসনের শীর্ষ স্থানীয় কর্মকর্তাদের সাথে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও নির্বাচিত প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক উপস্থিত ছিলেন।
কেএমপি’র কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা মহোদয় উপস্থিত সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্যে বলেন, “খুলনা মেট্রোপলিটন পুলিশ জঙ্গী ও সন্ত্রাস, মাদক, মানব পাচার, চাঁদাবাজি প্রতিহত-সহ হত্যা, ডাকাতি, দস্যুতা, গণধর্ষণ, অপহরণ সকল অপরাধের ক্ষেত্রে সদা তৎপর রয়েছে। খুলনা মহানগরীকে অপরাধমুক্ত করার জন্য মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের তালিকা অনুযায়ী মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী, জুয়াড়ি, দেহ ব্যবসায়ী ও ভূমিদস্যুদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান রয়েছে। একই সাথে আমরা বলতে চাই আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনাদের সাথে নিয়ে এই শহরকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, জঙ্গিমুক্ত বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চায় এই আশাবাদ ব্যক্ত করছি।”
উক্ত মতবিনিময় সভায় বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও খুলনা-০৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস.এম কামাল হোসেন, এমপি সভাপতিত্ব করেন।
উক্ত মতবিনিময় সভায় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) জনাব মোছাঃ তাসলিমা খাতুন; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব বি.এম নুরুজ্জামান, বিপিএম; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব সোনালী সেন, পিপিএম-সেবা; খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মুকুল কুমার মৈত্র এবং খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এমডিএ বাবুল রানা-সহ অফিসার ইনচার্জবৃন্দ; জন প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।