আজকাল পর্দার চেয়ে অপু বিশ্বাস বেশি ব্যস্ত বিভিন্ন ইভেন্টে। এক সপ্তাহে ইউরোপের তিন দেশ ফ্রান্স, বেলজিয়াম ও স্পেন ঘুরে দেশে ফিরেছেন তিনি। এসেই জানালেন ঈদের পর ধামাকা নিউজ দেবেন।
সংবাদমাধ্যমকে অপু বলেন, ‘একটু সময় নিতে চেয়েছিলাম। বুঝেশুনে কাজ করা উচিত। বেশ কিছু পাণ্ডুলিপি আছে হাতে, সেগুলো পড়ছি। কোরবানির ঈদের পরে একটা ধামাকা নিউজ দেব। সে পর্যন্ত অপেক্ষা করেন।’
এদিকে অভিনয়ের পাশাপাশি নির্দেশনায় নামবেন নায়িকা। অনুষ্ঠান নির্মাণ করবেন নিজের ইউটিউব চ্যানেলের জন্য। এমনটা উল্লেখ করে বলেন, ‘নানা ধরনের কনটেন্ট নির্মাণ করব। থাকবে নাটক, টক শো, সেলিব্রিটি শোসহ বিনোদনমূলক অনুষ্ঠান। নির্দেশনায় থাকব আমিই। ভক্তরা আমাকে কত ভালোবাসেন তার প্রমাণ আমার চ্যানেলটি। দেখতে দেখতে ১০ লাখের পরিবার! নিজের প্রতি বিশ্বাস সব সময় ছিল। আমি মনে করি, ভালো কনটেন্ট উপহার দিলে দর্শক আমার চ্যানেলটিকে আরো বেশি পছন্দ করবেন।’
কোরবানি ঈদে ইউটিউব চ্যানেলে অপু আনবেন রান্নার অনুষ্ঠান। তবে বিস্তারিত জানাতে চাননি। শুধু বলেছেন, ‘এখনই জানালে আগ্রহ কমে যাবে সবার। সব ঠিক করাই আছে, কাকে আমন্ত্রণ জানাব। মাত্র তো দেশে ফিরলাম। আজ-কালের মধ্যে তাদের শিডিউল নিয়ে শুটিং ফ্লোরে যাব।