শেষ ওভারের নাটকীয়তায় প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়েছে বাংলাদেশ দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৪৭ রান করে বাংলাদেশ। জবাবে ১৯.৫ ওভারে ১৪০ রানে থামে ক্যারিবীয়রা। এতে ৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টিতে হারাল বাংলাদেশ।
এমন দুর্দান্ত এক জয়ের পর এবার সিরিজ জয়ে চোখ বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের। আগামী ম্যাচ নিয়ে লিটন বলেন, ‘আমি চাই আমাদের দল আক্রমণাত্মক ক্রিকেট খেলুক। তারা তাদের মান দেখাচ্ছে। এবং এই মুহূর্তে সত্যিই তারা ভাল ক্রিকেট খেলছে এত লম্বা সফর সত্ত্বেও। ভালো শুরু হয়েছে আমাদের। আশা করি বাকি ম্যাচেও ভালো খেললে সিরিজ জিততে পারব।’
টসের সময় লিটন জানিয়েছিলেন, ১৮০ রান তোলার চেষ্টা করবে তার দল। কিন্তু বাংলাদেশ দেড়শ রানের গণ্ডিই পার হতে পারেনই। ম্যাচ জয়ের পর লিটন জানালেন, খেলতে নেমে উইকেট বুঝেছেন তিনি। শুরুতে উইকেট ব্যাটিংয়ের জন্য যতটা ভালো ভেবেছিলেন, ততটা নয়। খেলতে নেমে বুঝেছেন ১৫০-১৬০ রানই লড়াইয়ের মতো পুঁজি।
লিটন বলেন, ‘আমরা আগেও এখানে খেলেছি। যখন আমি উইকেট দেখেছিলাম, যেমনটা ভেবেছিলাম, পিচ তেমন আচরণ করেনি। আমরা যখন ব্যাটিং করলাম, তখন অনুভব করলাম এটা খুব ভালো উইকেট নয়। আমরা জানতাম এই পিচে ১৫০-১৬০ একটি ভাল স্কোর। কারণ আমরা আমাদের বোলারদের জানি তারা কি করতে পারে। আমরা এই পুঁজিতেই লড়াই করতে পারি।’