গত ১৪ নভেম্বর সমকাল অনলাইনে প্রকাশিত ‘এনআরবিসি ব্যাংক চেয়ারম্যানের অ্যাকাউন্ট ফ্রিজ’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে এনআরবিসি ব্যাংক।
ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মো. হারুন–অর–রশিদের পাঠানো এক প্রতিবাদপত্রে বলা হয়, একটি অসাধু চক্র এনআরবিসি ব্যাংক দখলের হীন প্রচেষ্টায় লিপ্ত। সেই চেষ্টার অংশ হচ্ছে চেয়ারম্যান ও পরিচালকদের রাজনৈতিক তকমা লাগানো, মিথ্যা দুর্নীতির অভিযোগ উপস্থাপন করা ইত্যাদি। চক্রটি সংবাদ মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
প্রতিবাদপত্রে বলা হয়, প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ‘ব্যাংকটিতে স্বেচ্ছাচারিতা, নিয়োগ বাণিজ্য, ঋণ জালিয়াতি, এনজিওর সঙ্গে মিলে ঋণ দেওয়ার নামে অর্থ বের করে নেওয়াসহ বিভিন্ন অনিয়মের কারণে বারবার সংবাদের শিরোনাম হয়েছেন পারভেজ তমাল’ যা সঠিক নয়।
এতে আরও বলা হয়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে পারভেজ তমাল আত্মগোপনে আছেন এবং তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ বলে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যা কল্পনাপ্রসূত ও উদ্দেশ্য প্রণোদিত।
প্রতিবেদকের বক্তব্য
বিএফআইইউ গত ১৪ নভেম্বর এসএম পারভেজ তমালসহ তিনজনের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে। সেই তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পারভেজ তমালকে আসামি করে সম্প্রতি রাজধানীর শাহবাগ থানায় মামলা হয়েছে। কাউকে হেয় করা বা কোনো চক্রকে সহায়তা করা প্রতিবেদনের উদ্দেশ্য নয়।