বড় রকমের বিপদেই পড়েছেন আর্জেন্টিনার তারকা এনজো ফার্নান্দেজ। কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ উদযাপন করতে গিয়েই নতুন ঝামেলায় জড়ালেন আর্জেন্টিনার এই মিডফিল্ডার। ফ্রান্স দলে থাকা আফ্রিকান বংশোদ্ভূত খেলোয়াড়দের নিয়ে মজা করছেন, এরপরেই ফেঁসেছেন বর্ণবাদী আচরণের দায়ে। ২০২২ বিশ্বকাপটা ফ্রান্সকে হারিয়েই ঘরে তুলেছিলেন, তা নিয়ে মজা করতে গিয়ে ডেকেছেন বিপদ।
কোপা আমেরিকা জয়ের পর বেশ কিছুদিন চলে গেলেও এখন পর্যন্ত এনজোকে নিয়ে বিপত্তি থামছেই না। ফ্রান্স ফুটবলের পক্ষ থেকে নালিশ গিয়েছে ফিফার দরবারে। তার বিরুদ্ধে তদন্ত করছে ক্লাব চেলসিও। সামাজিক যোগাযোগমাধ্যমে এনজোকে আনফলো করেছেন চেলসিতে থাকা তার ক্লাব সতীর্থরাও।
এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন চেলসির অধিনায়ক এবং ইংলিশ রাইটব্যাক রিস জেমস। ইংলিশ এই তারকা স্বীকার করেই নিয়েছেন, এনজোর কারণে চেলসিতে পরবর্তী মৌসুমে সমস্যায় পড়তে পারে ক্লাবটি। যদিও অধিনায়ক হিসেবে এমন সমস্যা সমাধানের জন্য চেষ্টা করতে রাজি তিনি।
ক্রীড়াবিষয়ক গণমাধ্যম ইএসপিএনকে দেয়া সাক্ষাৎকারে এই নিয়ে কথা বলেছেন রিস জেমস। অবশ্য সমাধানের জন্য পুরো দলকে একসাথে চান তিনি, ‘কিছু বিষয় সবসময়ই থাকে যেটা মানুষ মেনে নিতে পারে না, আর সেটা বড় সমস্যা তৈরি করতে পারে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত সবাই একত্র না হচ্ছে আর একই ছাদের নিচে না বসছে, আমি জানতে পারব না (পরিস্থিতি ঠিক কেমন হবে)। কিন্তু আমি আশা করি এই সমস্যা সহজে সমাধান করা যাবে আর আমরাও পরের মৌসুমে এগিয়ে যেতে পারব।’