আফগানিস্তানে তালেবান যোদ্ধাদের দখলে এখন আরেকটি গুরুত্বপূর্ণ প্রদেশ কুন্দুজের রাজধানী। সশস্ত্র সংগঠনটি কুন্দুজ শহর দখল নেয়ার দাবি করেছে। আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে এ তথ্য।

তিন দিনে আফগানিস্তানের তিনটি প্রাদেশিক রাজধানীর পতন হলো তালেবান যোদ্ধাদের হাতে। ২০১৫ ও ২০১৬ সালেও কুন্দুজ শহর তালেবানরা দখলে নেয়।

রোববার সশস্ত্র সংগঠনটি এক বিবৃতিতে জানায়, তারা শহরের পুলিশ কার্যালয়, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও কারাগার নিজেদের দখলে নিয়েছে।

বিভিন্ন গণমাধ্যমের দায়িত্বরত সাংবাদিকরা জানান, তালেবান যোদ্ধারা শহরের বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছে। আফগান সরকারি বাহিনীর সঙ্গে শহরের বিভিন্ন পয়েন্টে তালেবান যোদ্ধাদের তীব্র লড়াই চলছে শনিবার বিকেল থেকে।

তবে তালেবানের হাতে কুন্দুজ শহরের পতনের কথা আফগান সরকারের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় তীব্র সংঘর্ষের একটি ভিডিও বার্তা প্রকাশ করে। ভিডিওতে এক আফগান কমান্ডো বলেন, ‘ন্যাশনাল সিকিউরিটি ফোর্স গত ২৪ ঘণ্টা ধরে প্রদেশটিতে সমন্বিত অভিযান চালাচ্ছে। তাদের অভিযানের মুখে তালেবান ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। তালেবানের স্বপ্ন পূরণ হবে না।’ তিনি বলেন, ‘আপনারা নিশ্চিত থাকুন যে আফগান বাহিনী আপনাদের সঙ্গে রয়েছে।’

এর আগে শুক্রবার নিমরোজ প্রদেশের যারানজ এবং শনিবার জাওযজান প্রদেশের রাজধানী শেবারগান দখল করে নেয় তালেবান।