ইসরায়েলে এবার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বুধবার হুতিদের সশস্ত্র বাহিনী বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।
বুধবার গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ইসরায়েলি সামরিক চৌকি লক্ষ্যবস্তু করে তিনটি ডানাযুক্ত ‘কুদস ৫’ রকেট ছুড়েছে হুতিরা।
তবে ইয়েমেন থেকে রকেট নিক্ষেপের বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টা ৩০মিনিটের পর ইসরায়েলে প্রায় ২০০ ব্যালিসটিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর কয়েকটি ইসরায়েলের ভূমিতে আঘাত হেনেছে। বহু ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে সক্ষম হয়েছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।