মাদ্রিদ ডার্বি শেষের পরই থিবো কোর্তোয়ার চোটের কথা জানিয়েছিলেন রেয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। পরীক্ষার পর এবার জানা গেল চোটের ধরন। পেশির চোটে ভুগছেন বেলজিয়ান গোলরক্ষক।
লা লিগায় রোববার আতলেতিকো মাদ্রিদের মাঠে রেয়ালের ১-১ ড্র ম্যাচে চোট পান কোর্তোয়া। পরদিন ক্লাবের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, পরীক্ষায় তার বাম পায়ের পেশিতে চোট ধরা পড়েছে।সেরে উঠতে কতদিন লাগতে পারে, সে ব্যাপারে কিছু জানায়নি স্প্যানিশ চ্যাম্পিয়নরা। তবে দেশটির সংবাদমাধ্যমের খবর, অন্তত পরের দুই ম্যাচে কোর্তোয়াকে পাবে না রেয়াল।
চ্যাম্পিয়ন্স লিগে আগামী বুধবার লিলের মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল। আগামী শনিবার লা লিগায় তারা খেলবে ভিয়ারেয়ালের বিপক্ষে।এরপর চলবে আন্তর্জাতিক ফুটবলের বিরতি। সেই বিরতি শেষে ১৯ অক্টোবর লিগে সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচ দিয়ে কোর্তোয়া ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে।কোর্তোয়াকে দিয়ে রেয়ালের চোটে পড়া খেলোয়াড়দের তালিকা ফের লম্বা হলো। আগে থেকে বাইরে আছেন কিলিয়ান এমবাপে, ব্রাহিম দিয়াস, দানি সেবাইয়োস ও ডাভিড আলাবা।
গত মৌসুমের শুরুতে হাঁটুর গুরুতর চোটে লম্বা সময় বাইরে থাকতে হয়েছিল রেয়ালের প্রথম পছন্দের গোলরক্ষক কোর্তোয়াকে। তার অনুপস্থিতিতে এখন ক্লাবের গোলপোস্ট সামলাবেন আন্দ্রি লুনিন।আতলেতিকোর বিপক্ষে ম্যাচে অন্য কারণেও খবরের শিরোনামে ছিলেন কোর্তোয়া। দ্বিতীয়ার্ধে এদের মিলিতাওয়ের গোলের পর কোর্তোয়াকে লক্ষ্য করে আতলেতিকোর কিছু সমর্থক লাইটারসহ নানা বস্তু ছুড়ে মারে, এতে খেলা বন্ধ থাকে মিনিট বিশেক।৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দুইয়ে আছে রেয়াল। ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।