শিবসা ওয়ারিয়র্স রানার আপ

পাওয়ার প্লে গেম’ উপহার দিয়ে এসএমএ রব স্মৃতি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর চ্যাম্পিয়ন হয়েছে মধুমতি চ্যালেঞ্জার্স। গতকাল জাকজমকপূর্ন ফাইনালে তারা ৪-০ গোলে শিবসা ওয়ারিয়র্সকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের পক্ষে দীপংকর রায় ২টি, মোহাম্মদ আলী সনি ১টি ও মেহেদী হাচান ১টি গোল করেন।
খেলার শুরু থেকেই দু’দল আক্রমণ-পাল্টা আক্রমনে খেলা শুরু করে। প্রথম আক্রমনেই শিবসা ওয়ারিয়র্সের আল মাহমুদ প্রিন্স প্রতিপক্ষের জালে বল প্রবেশ করায়। কিন্তু রেফারি গোলকিপারকে আঘাত করায় ফাউল দিয়ে গোল বাতিল করে। এরপর মাঝমাঠের দখল নেয় মধুমতি চ্যালেঞ্জার্স। ডানপ্রাপ্ত থেকে মধুমতি চ্যালেঞ্জার্সের আক্রমনে গোলমুখে তীব্র শট শিবসা ওয়ারিয়র্সের গোলরক্ষক কামরুল আহসান ক্লিয়ার করলেও ফিরতি বলে ফাকায় দাঁড়িয়ে থাকা মোহাম্মদ আলী সনি মুহূর্তে জালে বল পাঠিয়ে দেয়। একের পর এক আক্রমনে প্রথমার্ধে তারা ২-০ গোলে এগিয়ে যায়। এদিকে দ্বিতীয়ার্ধে খেলার শুরুতে শিবসা ওয়ারিয়র্সের মাকসুদুর রহমানের দুর্দান্ত শট প্রতিপক্ষের গোলপোস্টে লেগে ফেরৎ আসে। বাকি সময় মধুমতি চ্যালেঞ্জার্স গোল ব্যবধান ৪-০ তে বাড়িয়ে নেয়। খেলায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়েছেন মধুমতি চ্যালেঞ্জার্সের দীপংকর রায় এবং ম্যান অব দি টুর্নামেন্ট হয়েছেন শিবসা ওয়ারিয়র্সের মাকসুদুর রহমান মাকসুদ। খুলনায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহনে প্রথমবারের মতো এ ধরনের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো।
এদিকে খেলা শেষে প্রধান অতিথি হিসেবে মাঠে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন প্রাক্তন জাতীয় ফুটবলার ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। সমাপনী অনুষ্ঠানে সন্মানিত অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পুলক কুমার মন্ডল এবং আরাফাত গ্রæপ অব ইন্ডাস্ট্রিজ-এর পরিচালক এসএম আরিফুর রহমান মিঠু। অনুষ্ঠানের শুরুতেই তাদেরকে সম্মাননা স্মারক উপহার দেওয়া হয়। একই সাথে খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও রূপসা টাইগার্সের সত্ত¡াধিকারী এসএম নজরুল ইসলাম, মধুমতি চ্যালেঞ্জার্স এর সত্ত¡াধিকারী ও দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, শিবসা ওয়ারিয়র্সের সত্ত¡াধিকারী ও দৈনিক খুলনার কার্যনির্বাহী সম্পাদক এসএম মাহাবুবুর রহমান এবং ভৈরব রাইডার্সের সত্ত¡াধিকারী ও খুলনার অর্থনীতির সম্পাদক শেখ মো. সেলিমকে সম্মাননা স্মারক দেওয়া হয়। এছাড়া টুর্নামেন্ট আয়োজনে অবদান রাখায় খুলনা প্রেস ক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, সহকারি সম্পাদক মাকসুদুর রহমান মাকসুদ, ডিসিপ্লিনারী কমিটির আহবায়ক ও খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান এবং স্পন্সর গ্রæপের সাথে যোগাযোগ রক্ষায় খুলনা প্রেস ক্লাব সদস্য আসাদুজ্জামান খান রিয়াজকে সন্মাননা দেওয়া হয়। মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও দৈনিক খুলনার সম্পাদক ও প্রকাশক মো. আছাদুজ্জামান, খুলনা প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সময়ের খবর সম্পাদক মো. তরিকুল ইসলাম, রেফারী এসোসিয়েশনের কর্মকর্তা এমএ মুনসুর আজাদ, নৃপেন রায় চোধুরী, আমানাত আলী হালদারসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃৃবৃন্দ।
এদিকে মাঠে উপস্থিত থেকে বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন। খেলায় ম্যান অব দি ম্যাচ, ম্যান অব দি সিরিজ ও দর্শকদের মধ্যে থেকে লটারীর মাধ্যমে পুরস্কার প্রদান করেন মহানগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশ।
সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন। স্বাগত বক্তৃতা করেন খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি এবং প্রাইজমানি প্রদান করা হয়।