বৃষ্টির কারণে ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে একটি বলও মাঠে গড়ায়নি। ফলে তিন ম্যাচের সিরিজ শেষ হলো ১-১ সমতায়। এখন দুই দল লড়বে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু সে সিরিজে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন হ্যারি ব্রুক। সীমিত ওভারের অধিনায়ক জস বাটলার চোট থেকে সেরে না ওঠায় এই তরুণকে নেতৃত্বে নিয়ে এসেছে ইংলিশরা।
প্রথমবারের মত ইংলিশদের নেতৃত্বে দেখা যাবে ব্রুককে। বাটলারের চোটে কপাল খুলেছে লিয়াম লিভিংস্টোনের। ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়া লিভিংস্টোনকে এবার স্কোয়াডে ডেকেছে ইংল্যান্ড। এছাড়া কিছুটা চোটসমস্যা থাকায় ওয়ানডে দলে থাকছেন না পেসার জশ হালও।নতুন ওয়ানডে অধিনায়ক হ্যারি ব্রুক এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে মাত্র ১৫টি একদিনের ম্যাচে মাঠে নেমেছেন। গত বছর বিশ্বকাপের আগে তিনি বলেছিলেন ,এই ফরম্যাটটা বুঝতেও তার কিছুটা সময় লাগবে। সেই ব্রুককেই দায়িত্ব দেওয়ায় অনেকে অবাক। তবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ভবিষ্যতের অধিনায়ক হিসেবে ব্রুককে তৈরি করে নিতে চাইছে।
চলতি বছরের দা হান্ড্রেড-এ নর্দার্ন সুপারচার্জার্সের অধিনায়ক ছিলেন ব্রুক। শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা টেস্ট সিরিজে অলি পোপের সহ-অধিনায়ক ছিলেন তিনি। ওই সিরিজে চোটের কারণে বেন স্টোকস বাইরে থাকায় নেতৃত্ব দেন পোপ।ব্রুকের নেতৃত্বের পরীক্ষা শুরু আগামী বৃহস্পতিবার, সেদিন প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। সিরিজের বাকি চার ম্যাচ ২১, ২৪, ২৭ ও ২৯ সেপ্টেম্বর।
ইংল্যান্ড ওয়ানডে দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), জফ্রা আর্চার, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, বেন ডাকেট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, ম্যাথু পটস, আদিল রাশিদ, ফিল সল্ট, জেমি স্মিথ, অলি স্টোন, রিস টপলি, জন টার্নার।