দুই টেস্টের সিরিজের পর বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ওই সিরিজের জন্য শেই হোপকে অধিনায়ক করে ১৫ জনের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
স্বাগতিকদের দলে জায়গা পেয়েছেন সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি করা পেস অলরাউন্ডার জাস্টিন গ্রেভস। এছাড়া ২৭ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার আমির জংগোকে নেওয়া হয়েছে ওয়ানডে দলে।
ওয়েস্ট ইন্ডিজের টি-২০ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও বর্তমান দলের কোচ ড্যারেন স্যামি জানিয়েছেন, পরবর্তী ওয়ানডে বিশ্বকাপে চোখ রেখে দল গোছাচ্ছেন তিনি। গ্রেভস টপ থেকে ছয় নম্বর পর্যন্ত ব্যাটিং অর্ডারে খেলতে পারেন। জেনুইন অলরাউন্ডার তিনি। জংগো সুপার-৫০ লিগে ভালো করায় তাকে নেওয়া হয়েছে দলে।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ আগামী ৮ ডিসেম্বর সিরিজের প্রথম ওয়ানড ম্যাচ খেলবে। পরের দুই ওয়ানডে হবে যথাক্রমে ১০ ও ১২ ডিসেম্বর। তিনটি ম্যাচই বাংলাদেশ সময় রাত সাড়ে সাতটায় শুরু হবে।
ওয়েস্ট ইন্ডিজের ওয়ানড দল: শেই হোপ, ব্রেন্ডন কিং, কেসি কার্টি, রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রেভস, সিমরান হেটমায়ার, আমির জংগো, আলজারি জোসেপ, সামার জোসেপ, এভিন লুইস, গুডাকেশ মতি, শেরফান রুদারফোর্ড, জাইডেন সিলস, রোমারিও শেইফার্ড।