
দেশের কিংবদন্তী শুটার আতিকুর রহমান মারা গেছেন। বুধবার সকালে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কণ্ঠনালীর ক্যান্সারে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৫৯ বছর।
১৯৯০ সালে নিউজিল্যান্ডের অকল্যান্ডে কমনওয়েলথ গেমসে স্বর্ণ জেতেন আতিকুর। যা ক্রীড়াঙ্গনে এখন পর্যন্ত দেশের অন্যতম সেরা অর্জন। ওই সময় তার স্বর্ণ জয়ের ঘটনা বিশ্ব ক্রীড়াঙ্গনে সাড়া ফেলেছিল।
আতিকুর ১০ মিটার পিস্তল ইভেন্টে আব্দুস সাত্তার নিনির সঙ্গে জুটি গড়ে স্বর্ণ জেতেন। ব্যক্তিগত ইভেন্টে পান ব্রোঞ্জ পদক। দক্ষিণ এশিয়ান গেমসেও স্বর্ণ জয়ের কীর্তি রয়েছে তার। দেশের সর্বোচ্চ বেসামরিক পদক স্বাধীনতা পুরস্কার পেয়েছেন শুটার আতিক। এছাড়া জাতীয় ক্রীড়া পুরস্কার, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক সংস্থাসহ আরও অনেক স্বীকৃতি পেয়েছেন তিনি।