মহামারী করোনার চেয়ে অধিক ভয়ংকর ক্যানসার। ক্যানসারে প্রতিবছর বহুসংখ্যক মানুষ মারা যাচ্ছে। ক্যানসার প্রতিরোধে নিরাপদ খাদ্যাভ্যাস, নিয়মিত হাঁটা, ব্যায়াম, তামাক ও মাদক বর্জনের বিকল্প নেই।
শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে খুলনা রেলওয়ে স্টেশনের ভিআইপি রুমে ওয়ার্ল্ড ক্যানসার সোসাইটি বাংলাদেশ, সিয়াম, বাংলাদেশ স্কাউটস খুলনা রেলওয়ে জেলা, সুন্দরবন রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপ এর যৌথ উদ্যোগে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। অালোচনা সভা শেষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে লিফলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্কাউট কমিশনার ও এরিয়া অপারেটিং ম্যানেজার মোঃ মজিবর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা যুগ্ম সম্পাদক এ্যাড. মাসুম বিল্লাহ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহামারী করোনার চেয়ে অধিক ভয়ংকর ক্যানসার। ক্যানসারে প্রতিবছর বহুসংখ্যক মানুষ মারা যাচ্ছে। ক্যানসার প্রতিরোধে নিরাপদ খাদ্যাভ্যাস, নিয়মিত হাঁটা,ব্যায়াম, তামাক ও মাদক বর্জনের বিকল্প নেই। ক্যানসার বিষয়ে করোনার মত অধিক সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। সরকার এবং জনসাধারণকে যৌথভাবেই ক্যানসার প্রতিরোধে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে অারো উপস্থিত ছিলেন, খুলনা জেলা পিপি এ্যাড. এনামুল হক, খুলনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. এসএম তারিক মাহমুদ তারা, জেলা সম্পাদক বেনজির আহমেদ, আয়কর আইনজীবি এসএমজি নেওয়াজ ও মোঃ নজরুল ইসলাম এএলটি প্রমুখ।
পিএসএন/এমঅাই