খুলনায় করোনায় ক্ষতিগ্রস্ত পুস্তক দোকান কর্মচারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান আজ (বুধবার) বিকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।

          প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, দেশের মানুষ করোনায় কম-বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার গরিব ও অসহায় মানুষের পাশে সবসময় আছে এবং থাকবে। করোনা এখন সহনীয় পর্যায়ে আসলেও আমরা ঝুঁকির মধ্যে আছি। তাই সকলকে মাস্ক পরিধান করতে হবে। তিনি বলেন, জেলা প্রশাসনের মাধ্যমে এখনও ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। এছাড়া ৩৩৩ কলের মাধ্যমে বাড়িতে খাদ্যসহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

         খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির এবং পুস্তক প্রকাশনা ব্যবসায়ী সমিতির সহসভাপতি রতন কুমার নাথ বক্তৃতা করেন। খুলনা জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

        অনুষ্ঠানে জেলা প্রশাসক ৮৭ জন ক্ষতিগ্রস্ত পুস্তক দোকান কর্মচারীর মাঝে এক লাখ ৭৪ টাকা বিতরণ করেন।