করোনা পরিস্থিতি নিয়ে কেউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই পারেন। নাগরিকদের এই মত প্রকাশকে কোনোভাবেই বন্ধ করতে পারে না সরকার বা প্রশাসন। শুক্রবার করোনা পরিস্থিতি নিয়ে স্বতঃপ্রণোদিত মামলার শুনানিতে এমনটাই জানিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। খবর : হিন্দুস্তান টাইমস।
করোনা পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করলে কড়া আইনি পদক্ষেপ নেয়া হবে, সম্প্রতি এমনই পথে হেঁটেছে বিজেপি শাসিত ভারতের উত্তরপ্রদেশের সরকার। সে প্রসঙ্গেই ভারতের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূরের নেতৃত্বাধীন বেঞ্চ এ নির্দেশ দেয়।
দেশটির সুপ্রিম কোর্ট জানায়, ‘ইস্যুটির সূচনাতেই আমি সতর্ক করে দিতে চাই। যদি কোনো নাগরিক সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটে করোনা পরিস্থিতি নিয়ে সমালোচনা করেন, সেটি ভুল তথ্য বলে বাতিল করা যাবে না। আমরা তথ্য চেপে দেয়া হোক তা একদমই চাই না।’
ভারতের সুপ্রিম কোর্টের ওই বেঞ্চ এদিন জানায় যে, ভবিষ্যতে এমন হলে সুপ্রিম কোর্ট কড়া অবস্থান নেবে। এ ধরনের সমালোচনার বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ নেয়া হয়, তা আদালত অবমাননার শামিল হবে।’