ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে হেরেছে বাংলাদেশ। এরপর কানপুরে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে টাইগাররা। তবে দুই দলের এই ম্যাচে প্রথম দিন থেকেই বাগড়া দিয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে প্রথম দিন খেলা হয়েছে কেবল ৩৫ ওভার, এরপর গতকাল দ্বিতীয় দিনে তো একটি বলও হয়নি। আজ তৃতীয় দিনেও বৃষ্টির সম্ভাবনা আছে সেখানে।
কানপুরে গত রাতেও বৃষ্টি হয়েছে। যদিও সেখানে আজ সকাল থেকে বৃষ্টি নেই। তবে বৃষ্টিতে মাঠের বেশ কয়েকটি জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে নির্দিষ্ট সময়ে খেলা শুরু করা যায়নি। সকাল সাড়ে দশটায় একবার মাঠ পরিদর্শন করেছেন আম্পায়াররা। এরপর বেলা সাড়ে ১২টায় আবার মাঠ পরিদর্শন করার সময় নির্ধারণ করা হয়েছে।
অর্থাৎ তৃতীয় দিনের সকালের সেশনের খেলা হচ্ছে না। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, মাঠকর্মীরা মাঠের ক্ষতিগ্রস্ত জায়গা মেরামতের কাজ করছেন।
এদিকে আবহাওয়ার পূর্বাভাস থেকে জানা গেছে, আজ তৃতীয় দিনেও সেখানে বৃষ্টি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস দেয়া ওয়েবসাইট আকুওয়েদার জানিয়েছে, সেখানে সকালে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আবহাওয়া ভালো হবে। তাই তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত হবে না বলেই ধারণা করা হচ্ছে।