টিকা নেওয়া বাধ্যতামূলক করায় কানাডার রাজধানী অটোয়ায় টানা পঞ্চমদিনের মত বিক্ষোভ হয়েছে। ট্রাক চালকদের চলমান বিক্ষোভের কারণে ক্ষুব্ধ প্রবাসী বাংলাদেশিরা। বেড়ে গেছে তেলসহ নিত্যপণ্যের দাম। এতে করে বিপাকে পড়েছেন সেখানকার বাসিন্দারা।
স্থানীয় সময় শনিবার থেকে বিক্ষোভ করছেন কানাডার ট্রাক চালকেরা। ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক করায় তাদের এ বিক্ষোভ। দেশটির বিভিন্ন শহর থেকে ট্রাক নিয়ে রাজধানী অটোয়ায় পার্লামেন্ট হিল চত্বরে জড়ো হয়ে প্রতিবাদ জানায় কয়েক হাজার বিক্ষোভকারী। শুধু তাই না, প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে হাজার হাজার ট্রাক চালক কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্ত অবরোধ করে প্রতিবাদ করছিল। এ অবস্থায় চলাচল স্বাভাবিক রাখতে তাদেরকে সরিয়ে দেয় কানাডার আইনশৃঙ্খলা বাহিনী। তবে এ বিক্ষোভকে অযৌক্তিক বলে দাবি করছেন প্রবাসী বাংলাদেশিরা।
চলমান এই বিক্ষোভের কারণে প্রতিনিয়তই বাড়ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। ১৬ লিটার তেলের দাম ২৩ ডলার থেকে বেড়ে ৪৮ ডলার হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন দেশটির বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, বিক্ষোভকারীদের অনেকে হোটেল, রেস্তোরাঁ, মল ও মুদি দোকানগুলোতে মাস্ক ছাড়া ঘুরছে। শুধু তাই না, এ সময়ে তারা ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে মূর্তি অবমাননা করা, সৈনিকদের সমাধিতে উঠে নাচানাচি করা এবং গৃহহীনদের কাছ থেকে খাবার ছিনিয়ে নেওয়ার মতো কর্মকাণ্ডেও লিপ্ত হয়।
পিএসএন/এমআই