ঢাকাসহ সারাদেশে কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে। পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় রাজধানীর কানাডিয়ান ইউনিভার্সিটি ভবনে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এসময় কিছু পুলিশ সদস্য ওই বিশ্ববিদ্যালয়ের ভবনে আটকা পড়েন। পরে তাদের হেলিকপ্টারে উদ্ধার করে নিয়ে যায় র্যাব।
সরেজমিনে দেখা গেছে, দুপুর ১২টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনায় কয়েকজন পুলিশ ওই ভবনের নিচে ঢুকে পড়েন। পুলিশ ভবনের ভেতর থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে টিয়ারশেল নিক্ষেপ করলে শিক্ষার্থীরা জড়ো হয়ে সেই ভবনে ভাঙচুর করেন।
জানা গেছে, ওই ভবনে কানাডিয়ান ইউনিভার্সিটি, দৈনিক বাংলার অফিস, পদ্মা ব্যাংকসহ কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে।
শিক্ষার্থীরা কানাডিয়ান ইউনিভার্সিটি ভবনসহ বাড্ডা রামপুরা রোডে অবস্থান করছেন। অন্যদিকে মধ্য বাড্ডা ও রামপুরা টিভি সেন্টারের সামনে পুলিশ অবস্থান নিয়েছে।
এদিকে কর্মসূচি ঘিরে সকাল থেকেই রাজধানীজুড়ে ছিল থমথমে পরিবেশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে থাকে।