২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষ্যে বুধবার সকালে খুলনা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে সংগঠনের কার্যালয়ে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা দেবব্রত রায়। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেন।আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএফইউজে—বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য কৌশিক দে বাপী, মোস্তফা জামাল পপলু, সংগঠনের প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক মিলন হোসেন, দপ্তর সম্পাদক সাগর সরকার, নির্বাহী সদস্য শেখ লিয়াকত হোসেন ও একরামুল হোসেন লিপু প্রমুখ।
এর আগে স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ গল্লামারী শহিদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।