অদ্য ২৬/১০/২০২১ খ্রিঃ তারিখ রাত ০১:৩০ ঘটিকার সময় খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খালিশপুর থানাধীন গোয়ালখালী লেবুতলা মোড়স্থ এইচ টাওয়ারের সামনে পাঁকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী ১) মোঃ আলমগীর (২৮), পিতা-মোঃ নুর ইসলাম, সাং-রঘুনাথপুর, পশ্চিমপাড়া প্রাইমারী স্কুলের সামনে, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর’কে ০২ (দুই) কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ০১ টি মামলা দায়ের করা হয়েছে।