অদ্য ০৯/০৮/২০২১ খ্রিঃ তারিখ রাত্র ০১:৩০ ঘটিকার সময় খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনাডাঙ্গা মডেল থানাধীন ছাত্তার বিশ্বাস সড়কস্থ জনাব এ্যাডভোকেট শফিকুল ইসলাম সাহেবের ৪ তলা ভবনের নিচতলা বাসার উত্তর পাশ্বের পূর্ব উত্তর কক্ষের মধ্যে রক্ষিত বিছানার নীচ হতে আসামী ০১) রবার্ট দোবে (৪৭), পিতা-সুবোধ দোবে, সাং-২৬/২৭ ছাত্তার বিশ্বাস সড়ক, থানা-সোনাডাঙ্গা মডেল, মহানগর খুলনা’কে রিভলবারের গুলি ২৬ (ছাব্বিশ) রাউন্ড, পিস্তলের গুলি ০৪ (চার) রাউন্ড, সর্বমোট গুলি (২৬+৪)=৩০ (ত্রিশ) রাউন্ড এবং ১০০ (একশত) গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় অস্ত্র এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অপর একটি ঘটনায় ০৯/০৮/২০২১ খ্রিঃ তারিখ রাত্র ০০:৩০ ঘটিকার সময় ডিবি পুলিশের একটি টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনাডাঙ্গা মডেল থানাধীন ছাত্তার বিশ্বাস সড়কস্থ জনাব এ্যাডভোকেট শফিকুল ইসলাম সাহেবের বাসার সামনে সেমি সামনে পাঁকা রাস্তার উপর হতে ২) মোঃ শিপন (৩০), পিতা-মোতালেব শেখ, সাং-ডালমিল মোড়, পুলিশ ফাঁড়ির সামনে, থানা-সোনাডাঙ্গা মডেল, মহানগর খুলনা, এ/পি-সাং-যোগিপুল কুয়েট পকেট গেইটের সামনে, হাবিব সাহেবের বাড়ীর ভাড়াটিয়া, থানা-খানজাহান আলী, মহানগর খুলনা’কে ৩০ (ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।