গত ২৪ অক্টোবর ২০২১ খ্রি: তারিখ সকাল ১১.২০ ঘটিকায় খুলনা থানা পুলিশের একটি বিশেষ টিম কর্তৃক উক্ত থানাধীন ৪ নং ফুড ঘাটস্থ আনসার ব্যারাকের সামনে পাঁকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী ১) মোছাঃ রাহিমা খাতুন(৩৮), স্বামী-হানিফ মোড়ল, সাং-বলিয়া মানকে, থানা-বেনাপোল বন্দর, জেলা-যশোর, এ/পি সাং-দক্ষিণ বুরুজবাগান, পোস্ট-যাদবপুর, থানা-শার্শা, জেলা-যশোর এবং ২) রওশন আরা@রিয়া(৪০), স্বামী-আয়ূব আলী, সাং-দক্ষিণ বুরুজবাগান, পোস্ট-যাদবপুর, থানা-শার্শা, জেলা-যশোরদ্বয়’কে খুলনা মহানগরীর খুলনা থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদ্বয়ের নিকট হতে ০১ কেজি গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১ টি মামলা রুজু করা হয়েছে।
You Might Also Like
administer22
Leave a comment