বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্থ ফেনী, লক্ষীপুর, নোয়াখালীসহ ১৩ জেলার ক্ষতিগ্রস্থ মানুষের জন্য কেন্দ্রীয় ত্রাণ কমিটির নিকট খুলনা বিএনপির পক্ষ থেকে সংগৃহিত অর্থ প্রদান করা হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) খুলনা বিএনপি গঠিত ত্রাণ কমিটির নেতৃবৃন্দ মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু’র নেতৃত্বে ঢাকার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় ত্রাণ কমিটির আহবায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন এর নিকট সংগৃহিত অর্থ প্রদান করেন। বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠণ এবং শুভাকাঙ্খিদের দেয়া অর্থ সংগ্রহ করে কেন্দ্রীয় ত্রাণ তহবিলে প্রদান করা হয়। এসময় খুলনা বিএনপির নেতৃবৃন্দ সব সময় দলের নির্দেশনা মেনে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।
ঢাকায় পে-অর্ডার প্রদানকালে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাবেক মেয়র ও ত্রাণ কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, ইউসুফ হারুন মজনু, কাজী শফিকুল ইসলাম শফি প্রমুখ।