ইনজুরির কারণে লিওনেল মেসি নেই আর্জেন্টিনার দলে। বিশ্বকাপ জয়ী দলটি নতুন এক যাত্রা শুরু করেছে। এই যাত্রায় দলটির আক্রমণভাগ হুলিয়ান আলভারেজ ও লওতারো মার্টিনেজ কেন্দ্রীক। তবে লিওনেল স্কালোনির দলের ইঞ্জিন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
ওই অ্যালিস্টার চিলির বিপক্ষে ম্যাচের পরে ইনজুরিতে পড়েন। কলম্বিয়ার বিপক্ষে খেলতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়। তবে অ্যালিস্টার নিজেই জানিয়েছেন, সামনের ম্যাচের জন্য তিনি প্রস্তুত। যার অর্থ কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে শুরুর একাদশেই দেখা যেতে পারে তাকে।
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ সময় রাত আড়াইটায় শুরু হওয়া ম্যাচে শুরুর একাদশে জিওভান্নি লো চেলসোর থাকা নিয়ে শঙ্কা আছে। কোচ কৌশলগত কারণে তার জায়গায় নিকো গঞ্জালেসকে খেলাতে পারেন কোচ। এছাড়া এই ম্যাচেও তিন সেন্ট্রাল ডিফেন্ডার রাখতে পারেন তিনি।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমি মার্টিনেজ, নাহুয়েল মলিনা, নিকোলাস ওতামেন্ডি, ক্রিস্টিয়ান রোমেরো, লিয়ান্দ্রো মার্টিনেজ, ডি পল, ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লো চেলসো, হুলিয়ান আলভারেজ, লওতারো মার্টিনেজ।