দেশের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে করণীয় নির্ধারণে খুলনা সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের এক সভা নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম-সচিব) লস্কার তাজুল ইসলাম।
সভায় বন্যার্তদের সাহায্যার্থে কেসিসির কর্মকর্তা-কর্মচারীদের একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া উদ্ভূত যে কোন পরিস্থিতিতে সিটি কর্পোরেশন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক প্রস্তুত থাকার সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় নাগরিক সমস্যা সমাধানকল্পে চলমান উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন এবং নগরীর জলাদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশনের সুবিধার্থে ড্রেনসমূহ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি দশগেট স্লুইচগেট সচল রাখারও সিদ্ধান্ত নেয়া হয়।
কেসিসির সচিব (অতিরিক্ত দায়িত্ব) সানজিদা বেগম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, তত্তাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) মোঃ আব্দুল আজিজ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আনিসুর রহমান, চিফ প্লানিং অফিসার আবির উল জব্বার, নির্বাহী প্রকৌশলী শেখ মোঃ মাসুদ করিম, কঞ্জারভেন্সী অফিসার মোঃ অহিদুজ্জমান খান, রাজস্ব এবং শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান, ভেটেরিনারি সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস, বাজার সুপার এম এ মাজেদ, প্রশাসনিক কর্মকর্তা মোল্যা মারুফ রশীদ, চীফ এ্যাসেসর শেখ হাফিজুর রহমান, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, কালেক্টর অব ট্যাক্সেস তপন কুমার নন্দী, সিনিয়র লাইসেন্স অফিসার মোঃ মনিরুজ্জামান রহিম, আইটি ম্যানেজার শেখ হাসান হাসিবুল হক প্রমুখ সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।