‘কোক স্টুডিও’, সংগীতপ্রেমীদের কাছে প্রিয় এক নাম। ভারত ও পাকিস্তানের নন্দিত শিল্পীদের নিয়ে সংগীতের এই অনুষ্ঠান বাংলাদেশেও তুমুল জনপ্রিয়। বাংলাদেশের সংগীত অনুরাগীদের মন ভরাতে এবার যাত্রা করলো ‘কোক স্টুডিও বাংলা’।
সোমবার (৭ ফেব্রুয়ারি) ইউটিউবে ‘কোক স্টুডিও বাংলা’ চ্যানেলে ‘একলা চলো’ শিরোনামে ম্যাশাপ গান প্রকাশের মধ্য দিয়ে সংগীতের এই প্লাটফর্ম যাত্রা করে। এটির পৃষ্ঠপোষকতায় আছে বহুজাতিক প্রতিষ্ঠান ‘কোকাকোলা’ এবং সমন্বয়ে আছে ‘গ্রে বাংলাদেশ’।
যাত্রার বার্তা দিয়ে ইউটিউবে প্রকাশ করা ম্যাশাপ মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন অর্ণব, মমতাজ, কনা, মিজান, বাপ্পা মজুমদার, সামিনা চৌধুরী, মাশা ইসলাম, অনিমেষ রায়সহ অনেকে। সংগীত প্রযোজনা করেছেন শায়ান চৌধুরী অর্ণব।