বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলির কাছ থেকে ব্যাট উপহার পাওয়া কার না ভালো লাগে! অনেকে তো ভারতীয় কিংবদন্তির কাছে চেয়েই নেন। সেখানে স্বয়ং কোহলি যদি নিজ থেকে কোনো ক্রিকেটারকে ব্যাট উপহার দেন তখন আনন্দ দ্বিগুণ হওয়ারই কথা।
এমনটিই ঘটেছে বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলা আকাশ দীপের সঙ্গে। ব্যাট উপহার দিতে বাংলার পেসারের হোটেল রুমে যান কোহলি।নিজ কক্ষের দরজা খুলেই ভারতীয় ব্যাটারের কাছ থেকে আকাশ শুনতে পান, ‘তোর কি ব্যাট দরকার?’চেন্নাই টেস্ট শুরুর আগে কোহলির কাছ থেকে পাওয়া উপহারের বর্ণনা ম্যাচ শেষে টাইমস অব ইন্ডিয়াকে শুনিয়েছেন আকাশ। ম্যাচে ২ উইকেট নেওয়া ভারতীয় পেসার বলেছেন, ‘বিরাট ভাইয়া নিজ এসে আমাকে ব্যাট দিয়েছেন। উনি হয়তো আমার ব্যাটিং লক্ষ্যে করেছেন। এটির জন্য আমি তাকে জিজ্ঞেস করিনি।
উনি আমার কাছে এসে জিজ্ঞেস করেন, তোর কি ব্যাট দরকার? বিরাট ভাইয়ের কাছ থেকে কে ব্যাট নিতে চাইবে না? তিনি একজন কিংবদন্তি। তার কথা শুনে খুবই খুশি হয়েছিলাম এবং ব্যাট নিতে চেয়েছিলাম। উনি আমাকে জিজ্ঞেস করেন আমি খেলেছি, এমন ব্যাটের মধ্যে তোর কোনটা দরকার। আমি শুধু হাসছিলাম।আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। তারপর উনি বলেন, এই ব্যাট তোর কাছে রাখ।’তবে কোহলির কাছ থেকে পাওয়া ব্যাটে কখনো খেলবেন না আকাশ। স্মারক হিসেবে রেখে দেওয়ার কথা জানান তিনি। ২৭ বছর বয়সী পেসার বলেছেন, ‘কখনো এই ব্যাট দিয়ে খেলব না।বিরাট ভাইয়ের কাছ থেকে পাওয়া বড় উপহার। আমার রুমের দেয়ালে স্মারক হিসেবে রেখে দেব। এর জন্য ব্যাটে তার অটোগ্রাফও নিয়েছি।’এর আগে উপহার পাওয়ার দিন ব্যাটসহ কোহলির সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে ভারতের সাবেক অধিনায়ককে ধন্যবাদ জানান আকাশ।