বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাকআপ নেই- এমন কথা অনেক আগে থেকেই আলোচনা হচ্ছিল। সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান যখন আইপিএলের জন্য ছুটি নিয়েছিলেন, তখন আলোচনা উঠে এসেছে- কেন তাদের ব্যাকআপ নেই?
এমন সব প্রশ্নের জবাবেই হয়তো নতুন একটি চিন্তার উদ্ভব ঘটিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তৈরি করা হচ্ছে জাতীয় দলের আদলে আরেকটি ছায়া জাতীয় দল। নাম দেয়া হয়েছে, ‘বাংলাদেশ টাইগার্স’।
আজ পরিচালনা পর্ষদের মিটিং শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ ঘোষণা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বাংলাদেশ ‘এ’ দল বলতে কোনো কিছু ছিল কি না গবেষণার বিষয়। সর্বশেষ কবে ‘এ’ দল গঠন করা হয়েছিল, সেটা খুঁজতে গেলে পরিসংখ্যান ঘাঁটতে হবে। অনেক পুরনো ক্রিকেটার অভিযোগ করেছেন, তারা জাতীয় দল থেকে বাদ পড়ার পর ফিরে আসার জন্য আর কোনো প্লাটফর্ম পান না। ‘এ’ দল থাকলে সে সুযোগ পেতেন তারা।
এবার ‘এ’ দল নয়, ছায়া জাতীয় দল তৈরি করে সব সময়ই মূল জাতীয় দলের জন্য ব্যাকআপ তৈরি রাখার চিন্তা থেকেই ‘বাংলাদেশ টাইগার্স’ নামক দলের উদ্ভব ঘটাচ্ছে বিসিবি।
পরিচালনা পর্ষদের সভা শেষে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন, জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়েই গঠিত হবে ছায়া জাতীয় দল ‘বাংলাদেশ টাইগার্স।’
জাতীয় দলের যে কোনো সুযোগ-সুবিধাই এই ছায়া জাতীয় দল পাবে জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘জাতীয় দলের অনুশীলনের যে কোন সুবিধা তারা পাবে। তাদের দলের বাইরে থাকার সময় কিভাবে নিজেদের তৈরি রাখবে এই চিন্তা থেকে এই শ্যাডো জাতীয় দল তৈরি হয়েছে।’
কোচ করা হবেন, এই প্রশ্নেরও জবাবটা দিয়ে দিয়েছেন পাপন। তিনি বলেন, ‘এখানে হেড কোচের অধিনেই দেশীয় কোচরা সারা বছর এই ক্রিকেটারদের নিয়ে কাজ করবে। এখানে কোন একটা পজিশনে যদি ক্রিকেটার বাছাই করতে হয় এই দল থেকে সরাসরি নিয়ে নেবে। এক পজিশনের জন্য কয়েকজন ক্রিকেটার থাকবেন। যেন দ্রুত সিদ্ধান্ত নেয়া সঠিক হয়।’