ক্রিসমাসের রাতে রিয়াল মাদ্রিদের ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান এন্ড্রিকের শ্যালককে গুলি করে হত্যা করা হয়েছে। ব্রাজিলের রাজধানীতে রাস্তার পাশের এক বারে বারংবার গুলি করে তাকে হত্যা করা হয়।
সংবাদ মাধ্যম সান জানিয়েছে, ওই ব্যক্তির নাম মাওরিসিও নুনেজ। তিনি এন্ড্রিকের সঙ্গী ও ব্রাজিলের মডেল লাভিনিয়ার বড় ভাই।
লাভিনিয়া ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে তার ভাইয়ের মৃত্যুর খবর জানিয়েছেন। সঙ্গে লিখেছেন, ‘তুমি এমন কিছু স্মৃতি রেখে গেছ যা কোনদিন ভুলবার নয়।’
রাস্তার পাশের ওই বারে বন্ধুকধারীদের সঙ্গে এন্ড্রিকের শ্যালকের বাগবিতণ্ডা হয় বলে অভিযোগ করা হয়েছে। তবে প্রত্যক্ষদর্শীদের বরাতে সংবাদ মাধ্যম জানিয়েছেন, গুলি করে হত্যা করার মতো কোন আচরণ নুনেজ করেননি। পূর্বের কোন কারণে তাকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে।