দিনভর রোদে পুড়ে ক্লান্ত খুলনাবাসী সন্ধ্যায় পেয়েছে স্বস্তির পরশ। এপ্রিলের কাঠফাটা গরমের ভেতরেও বিকেলে হালকা মেঘে ঢাকা আকাশ যেন আশার ইঙ্গিত দিচ্ছিল। বৃষ্টির সাথে খুলনায় শিলা বৃষ্টিও পরিলক্ষিত হয়েছে।
সন্ধ্যা নামতেই আচমকা শুরু হয় ঝুম বৃষ্টি। শহরের গলি-ঘুপচিতে নেমে আসে প্রশান্তির বাতাস। বৃষ্টির ফোঁটায় ঠান্ডা হয়ে আসে পিচগলা রাস্তাগুলো, আর হাঁফ ছেড়ে বাঁচে মানুষ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে স্বস্তির শব্দ—
“অবশেষে বৃষ্টি!”
“আলহামদুলিল্লাহ, কী শান্তির হাওয়া!”
অনেকেই খোলা বারান্দায় দাঁড়িয়ে ভিজেছেন, কেউবা জানালার পাশে বসে চায়ের কাপে চুমুক দিয়েছেন।
এক শিক্ষার্থী বলেন, “অনেকদিন পর এমনটা দেখলাম। গরমে দম বন্ধ হয়ে যাচ্ছিল। তবে চাই আরও দীর্ঘ বৃষ্টি, তবেই প্রকৃতি একটু ঠান্ডা হবে।”
এর আগেই আবহাওয়াবিদরা সতর্ক করেছিল— খুলনাসহ বেশ কয়েকটি অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।